NOTICE:- ------------------ ----------------- ---------------------------

ওযুর ১২টি সুন্নাত:


১.নিয়্যত করা
২.বিসমিল্লাহ বলা
৩.দুই হাত কব্জি পর্যন্ত ধোয়া
৪.তিনবার মিসওয়াক করা
৫.তিন অন্জলি পানি দিয়ে তিনবার কুলি করা
৬.রোযাদার না হলে গড়-গড়া করা
৭.তিন অন্জলি পানি দিয়ে তিনবার নাকে পানি দেয়া
৮.দাড়ি থাকলে খিলাল করা
৯.হাত ও পায়ের আঙ্গুলি খিলাল করা
১০.সম্পুর্ণ মাথা একবার মসেহ করা
১১.কান মসেহ করা
১২.ওযুর ফরযগুলোতে তারতীব মেনে চলা(অর্থাত্‍,প্রথমে মুখ,তারপর কনুইসহ হাত ধোয়া,তারপর মাথা মসেহ করা,তারপর পা ধোয়।)আর একটি অঙ্গ শুকানোর আগে অন্য অঙ্গ ধৌত করা।(রুদ্দুল মুহতার সম্বলিত দুররে মুখতার,১ম খন্ড,২৩৫পৃষ্ঠা)