NOTICE:- ------------------ ----------------- ---------------------------

92. জেনে রাখা ভাল।


*********************
প্রশ্নঃ "ইন শা-- আল্লা-হ" কথাটার অর্থ কি ?
উত্তরঃ আল্লা-হ যদি চান (তাহলে এই কাজটা হবে) ।
কখন বলতে হয়ঃ কোনো কাজ ভবিষ্যতে করবো এই কথা বললে ইন শা-- আল্লা-হ বলা জরুরী, নয়তো আল্লা-হ এই কাজটা করার তাওফিক নাও দিতে পারেন ।

প্রশ্নঃ "যাযাকাল্লাহ খাইরান" কথাটার অর্থ কি ?
উত্তরঃ আল্লা-হ আপনাকে উত্তম প্রতিদান দান করুন ।
কখন বলতে হয়ঃ কেউ কোনো ভালো কাজ করলে বা উপকার করলে তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই দুয়া করতে হয় ।

প্রশ্নঃ "নাউযুবিল্লাহি মিন যালিক" কথাটার অর্থ কি?
উত্তরঃ এইরকম কাজ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি ।
কখন বলতে হয়ঃ খারাপ ও ইসলাম বিরোধী কোনো কথা শুনলে বা কাজ হতে দেখলে আল্লা-হ'র কাছে পানাহ চাওয়ার জন এই দুয়া করতে হয় ।

প্রশ্নঃ "বারাকাল্লাহ ফী" কথাটার অর্থ কি?
উত্তরঃ আল্লাহ আপনাকে বারাকাহ দান করুন ।
কখন বলতে হয়ঃ কেউ কোনো দুয়া বা উপকার করলে তার জন্য পালটা দুয়া হিসেবে এটা বলতে হয় ।

প্রশ্নঃ "মা শা- আল্লা-হ" কথাটার অর্থ কি?
উত্তরঃ আল্লা-হ যেরকম চেয়েছেন (সেইরকম হয়েছে) ।
কখন বলতে হয়ঃ কারো ভালো কোনো কিছু দেখলে তার জন্য বারাকার জন্য দুয়া হিসেবে এই কথা বলা হয় । এই দুয়া না করলে তার ভালো জিনিসের প্রতি নজর লেগে যেতে পারে ।

লাইক, শেয়ার করুন
সংগ্রীত: Dawateislami Bangladesh