NOTICE:- ------------------ ----------------- ---------------------------

89. দস্তরখানায় খাবার খাওয়ার মধ্যে অনেকি ফজিলত নিহিত রয়েছে। তন্মধ্যে কয়েকটি হলো-


১. প্রতি এক লোকমার বিনিময়ে একশত ছওয়াব পাওয়া যাবে।
২. দস্তরখানায় আহারকারীর জন্য জান্নাত উনার ১০০টি দরজা নির্ধারণ করা হবে।
৩. দস্তরখানায় রুটি খাওয়া শেষ হলে তার কৃত পাপ বা গুনাহ মোচন করা হবে।
৪. এক পবিত্র ওমরা হজ্জ উনার ছওয়াব পাবে।
৫. এক হাজার বন্দিকে মুক্ত করানোর ছওয়াব পাবে।
৬. আহারকারীর উপর মহান আল্লাহ পাক উনার রহমত নাযিল হবে।
৭. অনুরূপভাবে গরিব-দুঃখীকে আহার করালেও শ্রেষ্ঠ প্রতিদান লাভ করবে।
উল্লেখ্য, ছাগলের চামড়ার তৈরি দস্তরখানায় আহার করা খাছ সুন্নত। অতঃপর গরুর চামড়ার
তৈরি দস্তরখানা । কারো পক্ষে চামড়ার দস্তরখানায় খাওয়া সম্ভব না হলে খয়েরী রংয়ের কাপড় বিছিয়ে খেতে পারেন।

খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি আমাদের সকলকে পবিত্র সুন্নত
মুবারক উনার পূর্ণ অনুসরণ করার তাওফীক দান করুন। (আমীন!)

[ কার্টেসীঃ সত্যের সন্ধানে ]