ইমামে আযম, ইমাম আবু হানীফা রহমাতুল্লাহি আলাইহি উনার বিখ্যাত কিতাব "ক্বাছীদায়ে নু'মান" যেখানে ৫৩ টি পংক্তি রয়েছে । প্রতিটি পংক্তিতে রয়েছে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বেমেছাল শান মান, ছানা সিফত।
সুবহানাল্লাহ্ !!
পূর্ববর্তী পোস্টের পর--->>
فقد فقت ياطه جميع الانبياء
طرا فسحان الذي اسراك
অর্থ: ইয়া ত্বোয়াহা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ! আপনার স্থান সকল নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সকলের উর্ধে। সকল প্রসংসা সেই আল্লাহ পাক উনার যিনি রাতের কিছু সময় আপনাকে নিজের কাছে সফর করিয়েছিলেন।
والله يا يسين مثلك لم يكن
في العالمين و حق من انباك
অর্থ: ইয়া ইয়াসীন ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ! আল্লাহ পাক উনার কসম , সমগ্র সৃষ্টিকুলে আপনার মত কোন মেছাল নাই।
عن وصفك الشعراء يامدثر
عجزوا وكلوا من صفات علاك
অর্থ: ইয়া মুদ্দাসির ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ! আপনার সুমহান শান মুবারক কবিগন বর্ননা করতে অক্ষম। আপনার মর্যাদা তুলে ধরতে তার অপারগ।
انجيل عيسي قد اتي بك مخبرا
ولنا الكتاب اتي بمدح حلاك
অর্থ: হযরত ঈসা আলাইহিস সালাম পবিত্র ইঞ্জিল শরীফে আপনার সুসংবাদ দিয়েছেন। কুরআন শরীফেও আপনার প্রশংসা বিদ্যমান।
ماذا يقول الماد حون وما حسي
ان تجمع الكتاب من معناك
অর্থ: প্রশংসাকারীগন আপনার কি প্রসংসা করবে? লেখকগনই বা আপনার ছানা সিফত কতটুকু লিখতে পারবে ?"
সুবহানাল্লাহ্ ! সুবহানাল্লাহ্ !!
দেখুন কি অপূর্ব ক্বাছীদা শরীফ। হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে কতটুকু নিসবত থাকলে এমন ক্বাছীদা শরীফ লিখা সম্ভব চিন্তা করুন।
সুবহানাল্লাহ্ !
আর প্রতিটা পংক্তিতে আছে আক্বীদার বিষয়। বাতিল ফির্কা বলে হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে "ইয়া নবী" "ইয়া রসূল" ইত্যাদি বলে ডাকা যাবে না।
নাউযুবিল্লাহ !
অথচ দেখুন হযরত ইমাম আবু হানীফা রহমাতুল্লাহি আলাইহি ইয়া ত্বোহা !! ইয়া ইয়াসীন !!ইয়া মুদ্দাসির ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে সম্মোধন করেছেন।
সুবহানাল্লাহ্ !!
শুধুতাই নয়, বাতিল ফির্কারা বলে নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের মত মানুষ ।
নাউযুবিল্লাহ !
অথচ ইমামে আযম রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, সৃষ্টি জগতে আপনার মত কেউ নাই।
সুবহানাল্লাহ !!
অনেক কিছু শিখার আছে এই ক্বাছীদা শরীফে।