মূলঃ আল্লামা আবুল নূর বশীর
অনুবাদ- অধ্যাপক লুৎফুর রহমান
হযরত ছিদ্দিকে আকবর রাদ্বিয়াল্লাহু আনহু) ইসলাম গ্রহণ করার আগে বড় ব্যবসায়ী ছিলেন। একবার তিনি ব্যবসা উপলক্ষে সিরিয়া গিয়েছিলেন। তথায় একরাত্রে তিনি স্বপ্ন দেখলেন যে, আসমান থেকে চাঁদ ও সূর্য নেমে এসে তাঁর কোলের উপর আশ্রয় নিল। তিনি (রাদ্বিয়াল্লাহু আনহু) উভয়টাকে ধরে বুকে টেনে নিলেন এবং স্বীয় চাদর খানা উপরে জড়ায়ে দিলেন। ভোরে যখন জাগ্রত হলেন, তখন এ দুর্লভ স্বপ্নের তাবীর জানার আগ্রহে এক পাদরীর কাছে গেলেন। পাদরী পুরা স্বপ্নটা শুনে ওনাকে জিজ্ঞেস করলেন, আপনার নাম কি, কোথাকার অধিবাসী এবং কোন গোত্রের? হযরত ছিদ্দিকে আকবার (রাদ্বিয়াল্লাহু আনহু) ফরমালেন, আমার নাম আবু বকর, মক্কার অধিবাসী এবং বনী হাশেম গোত্রের অন্তর্ভূক্ত। পাদরী পুনরায় জিজ্ঞেস করলেন, আপনি সৌভাগ্যবান, মক্কার বনী হাশিম গোত্র হতে শেষ নবীর আবির্ভাব হচ্ছে। এ পবিত্র নবী না এলে, আল্লাহ তায়ালা আসমান জমীন সৃষ্টি করতেন না। তিনি সমস্ত নবী রাসূলগণের সরদার হবেন, সবাই তাঁকে ‘মুহাম্মাদুল আমীন’ নামে স্মরণ করব্।ে হে আবু বকর! এ স্বপ্নের তাবীর হচ্ছে আপনি ওনার ধর্ম গ্রহণ করবেন এবং তাঁর প্রথম খলিফা হবেন। হে আবু বকর! আমি সেই পবিত্র নবীর সম্পর্কে তৌরাত কিতাবে পড়েছি। ইনজিল ও যবুর কিতাবেও তাঁর প্রশংসা বর্ণিত আছে। আমি তাঁর উপর ঈমান এনেছি এবং তাঁর ধর্ম গ্রহণ করেছি। তবে ইয়াহুদীদের ভয়ে স্বীয় ঈমান গোপন রেখেছি। আজ আপনাকে আসল কথা বলে দিলাম।
হযরত ছিদ্দিকে আকবার (রাদ্বিয়াল্লাহু আনহু) এ
তাবীর শুনে ভীষণ প্রভাবান্বিত হলেন, তাঁর মনের মধ্যে আমূল পরিবর্তন এসে গেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর সাক্ষাত লাভের আগ্রহে অস্থির হয়ে পড়লেন। কালবিলম্ব না করে মক্কায় ফিরে আসলেন এবং নবীজীর খেদমতে উপস্থিত হয়ে নবীজীকে দেখে পরম তৃপ্তি বোধ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকরকে দেখে মুচকি হাসলেন এবং ফরমালেন, হে আবু বকর! তাড়াতাড়ি কালেমা পাঠ করে আমার ধর্মে দাখিল হয়ে যাও। হযরত ছিদ্দিকে আকবর (রাদ্বিয়াল্লাহু আনহু) আরয করলেন, হুযুর! কোন মুজেযা দেখার কি প্রত্যাশা করতে পারি? হুযুর মুচকি হেসে বললেন, সিরিয়ায় যে স্বপ্ন দেখে এসেছ এবং পাদরী থেকে যে তাবীর শুনেছ, সেটাতো আমার মুজেজা। একথা শুনার সাথে সাথে ছিদ্দিক আকবর (রাদ্বিয়াল্লাহু আনহু) উচ্চস্বরে বলে উঠলেন_ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। (জামেউল মুজেহাত ৪ পৃঃ, নুজহাতুল মাজালিস ৩০২ পৃঃ)।
শিক্ষণীয় বিষয়ঃ হযরত ছিদ্দিক আকবর (রাদ্বিয়াল্লাহু আনহু) প্রথম খলিফা হওয়াটা আগে থেকে নির্ধারিত ছিল। তৌরাত ও ইঞ্জিল বিশারদগণও এ ব্যাপারে অবহিত ছিলেন। এরপরও যারা তাঁর খেলাফতকে অস্বীকার করে, তারা বড় অজ্ঞ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ-পরের
এবং দিন-রাতের সব বিষয় জানতেন, তাঁর কাছে কোন বিষয় অদৃশ্য ছিল না।
#»a‹›u‹›n«