মদীনার তাজেদার, রাসূলের সরদার, সৈয়্যিদুল আবরার, হযরত মুহাম্মদَ ِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ُ এর জান্নাতরুপী ফরমান, ُ"গত রাতে আমি এক আশ্চার্যজনক অবস্থা দেখলাম। আমি আমার (এমন) এক উম্মতকে দেখতে পেলাম যে পুলসিরাতের উপর ছেঁচড়াতে ছেঁচড়াতে চলছিল । আবার কখনো হাঁটুর উপর ভর করে চলছিল । ইতিমধ্যে ঐ দরুদ শরীফ আসল যা সে আমার প্রতি প্রেরণ করেছিল ।তা (দরূদ শরীফ ) তাকে পুলসিরাতের উপর দাঁড় করিয়ে দিল । শেষ পর্যন্ত সে পুলসিরাত অতিক্রম করল ।''
[আল মুজামুল কবীর, ২৫ খন্ড, ২৮১–২৮২ পৃষ্ঠা, হাদীস নং- ৩৯]