হযরত খুরাইম ইবনে আউস ইবনে হারেসা ইবনে লাম রদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম । তখন হযরত আব্বাস ইবনে আবদিল মুত্তালেব রদিয়াল্লাহু আনহু এসে তাঁকে বললেন যে, হে আল্লাহর রসূল ! আমি আপনার প্রশংসায় গজল পড়তে চাই । হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ফরমালেন, নিন ! আমাকে শোনান ! আল্লাহ তাআলা আপনার দাঁত ঠিক নিরাপদ রাখুন ! (যাতে ভাল গজল পড়তে পারেন) । তখন হযরত আব্বাস রদিয়াল্লাহ গজল পড়তে শুরু করলেন:
আপনার জন্ম যবে হলো দুনিয়ায়
নূরানী আলোর আভা চৌদিকে ছড়ায় ।
সুপথের দিশা পাই তারই ছটায়
আপনার অবদান পেয়েছে সবাই ।
[১. তাবরানী, আল-মুজাম আল-কবীর, ৪খন্ড:২১৩ পৃঃ, হাদিসঃ ৪১৬৭ ।
২. হাকেম, আল-মুস্তাদরক, ৩:৩৬৯, হাদিস: ৫৪১৭ ।
৩. আবু নঈম, হুরয়াতুল আউলিয়া, ১:৩৬৪ ।
৪. আয-যাহাবী, সিয়রু আ'লামি নাবালা, ২:২০১ ।
৫. ইবনুল জওযী, সিফাতুল সিফওয়া, ১:৫১ ।
৬. ইবনে আবদিল বির, আল-ইসতি আব, ২:৪৪৭, হাদিসঃ ৬৬৪ ।
৭. আল-আসকলানী, আল-ইসাবা, ২:২৭৪, হাদিস: ২২৪ ।
৮. আল-হায়সমী, মাজমাউয যাওয়ায়িদ, ৮:২১৭ ।
৯. আল-খাতাবী, ইসলাহু গালাতিল মুহদ্দিসীন, ১:১০১, হাদিস: ৫৭ ।
১০. ইবনে কুদামা, আল-মুগনী, ১০:১৭৬ ।
১১. ইবনে কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া (আস-সিরাহ), ২:২৫৮ ।
১২. আস-সুয়ূতী, আল-খাসায়িস আল কুবরা, ১:৬৬ ।
১৩. আল-কুরতুবী, আল-জামি লি-আহকামিল কুরআন, ৩:১৪৬ ।
১৪. আল-হালবী, আস-সিরাহ, ১:৯২ ।]