সরকারে মদীনা সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, (মীরাজ রাতে) আমি কিছু পুরুষকে দেখেছি যাদের ঠোঁট আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে। আমি বললাম, এরা কারা? জিবরাইল আমীন আলাইহিস সালাম ফরমালেন, এ সব লোক নাজায়িয বস্তু সমূহের মাধ্যমে সাজসজ্জা করত। আর আমি একটি দুগন্ধময় গর্ত দেখেছি যাতে চিৎকার ও শোরগোল শোনা যাচ্ছিল । আমি বললাম, এরা কারা? উত্তরে তিনি ফরমালেন, এরা ঐ সব নারী যারা না-জায়িয বস্তু সমূহের মাধ্যমে সাজসজ্জা করত ।
(তারীখে বাগদাদ, খন্ড-১ম, পৃষ্ঠা-৪১৫, দারুল কুতুবুল ইলমিয়্যা, বৈরুত)
স্বরণ রাখবেন! নেইল পালিশ নখের উপর জমাট বেঁধে যায়, যার ফলে নখে পানি পৌঁছতে পারে না । সুতরাং ওযু হয় না । একই কারণে গোসলও হয় না । এ কারণে তাদের নামাজও হয় না ।
(বি:দ্র: স্টাটাসটি দাওয়াতে ইসলামী'র ''উদাসীনতা'' নামক রিসালাহ থেকে লিখেছি)