NOTICE:- ------------------ ----------------- ---------------------------

139. ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস প্রসঙ্গে কিছু কথা :



আসছে ১৪ ই ফেব্রুয়ারি, সারা পৃথিবী মাতবে বেহায়াপনা এবং অশ্লীলতায়। তারা এ দিনটিকে ভালোবাসা দিবস হিসাবে পালন করবে। বেগানা পুরুষ মহিলা বেলেল্লেপনার স্রোতে গা ভাসিয়ে দিবে।
নাউযুবিল্লাহ !!
পরিতাপের বিষয় হচ্ছে, সারা পৃথিবীর অসংখ্য মুসলমান নামধারী কিছু পাবলিক বিধর্মীদের এই অশ্লীল হুজুগেও গা ভাসিয়ে দিবে। অনেকে হারাবে তার সতীত্ব, পরিশেষে সবাই হারাবে ঈমান।

এই ভ্যালেন্টাইন ডে কি মুসলমানদের কোন ঐতিহ্য ??
এই ভ্যালেন্টাইন ডে বা তথাকথিত ভালোবাসা দিবস আদৌ কোন ইসলামিক বিষয় নয়। কিন্তু হুজুগে মাতা বাঙ্গালী হুজুগে মেতে নিজেদের ঈমান আমল উভয়ই অকাতরে বিসর্জন দিচ্ছে।

আসুন আমরা ভ্যালেন্টাইন ডে সম্পর্কে ইতিহাসে কি আছে সেটা অবলোকন করি।

The new Encyclopedia Britannica এবং Encyclopedia Americana সহ আরো অনেক গ্রন্থে জানা যায়,-

" রোমান এক খ্রিস্টান পাদ্রী নাম সেন্ট ভ্যালেন্টাইন। চিকিৎসা বিদ্যায় সে ছিল অভিজ্ঞ। খ্রিষ্ট ধর্ম প্রচারের অভিযোগে ২৭০ খ্রিষ্টাব্দে রোমের সম্রাট দ্বিতীয় ক্লডিয়াসে আদেশে ভ্যালেন্টাইনকে মৃত্যুদন্ড দেয়া হয়। সে যখন বন্দী ছিল তখন তরুন-তরুনীরা তাকে ভালোবাসা জানিয়ে জেলখানার জানালা দিয়ে চিঠি ছুড়ে দিত। বন্দী অবস্থাতেই সেন্ট ভ্যালেন্টাইন জেলারের অন্ধ মেয়ের চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়ার চিকিৎসা করে। এসময় মেয়েটির সাথে তার হৃদয়ের সম্পর্ক গড়ে ওঠে। মৃত্যুর আগে মেয়েটিকে লেখা এক চিঠিতে সে লিখে- " from your Valentine"। অনেকের মতে, সেন্ট ভ্যালেন্টাইনের নাম অনুসারেই পোপ প্রথম জুলিয়াস ৪৯৬ খ্রিস্টাব্দে ১৪ ফেব্রুয়ারিকে "সেন্ট ভ্যালেন্টাইন ডে" হিসেবে ঘোষণা দেয়।

আরো একজন ভ্যালেন্টাইনের নাম পাওয়া যায় ইতিহাসে। রোমান সম্রাট ক্লাডিয়াস যুদ্ধের জন্য ভালো সৈন্য সংগ্রহের উদ্দেশ্যে যুবকদের বিয়ে করতে নিষেধ করে। কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন নিয়ম ভঙ্গ করে প্রেম করে, পরে আইন ভেঙ্গে বিয়ে করে। ফলে তাদের মৃত্যুদন্ড হয়।

মূলত এরও বহু আগে থেকে রোমানদের দুটি প্রথা বা অনুষ্ঠান চালু ছিলো।
১. প্রেম এবং বিয়ে।
২. পুরুষের পুরুষত্ব ও মেয়েদের মেয়েলীত্ব ক্ষমতা বিষয়ে উৎসব।

লুপারকালিয়া এসব উৎসবের অন্যতম। এই অনুষ্ঠান হতো ১৫ ই ফেব্রুয়ারি। এর আগের দিন ১৪ ফেব্রুয়ারি তরুন-তরুনীরা লটারীর মাধ্যমে নাচের পার্টনার নির্বাচন করতো। ৪০০ খ্রিস্টাব্দ থেকে দুই দিনের পরিবর্তে একদিন ১৪ ই ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। অনেকে মনে করতো, ১৪ ফেব্রুয়ারি পাখিরা তাদের সঙ্গী বেছে নেয়।

এদিনটা পালনের ক্ষেত্রে রোমানরা লটারী করে তাদের পছন্দনীয় পুরুষ এবং মহিলা নির্বাচন করতো। ১৭০০ সালের দিকে ইংরেজ রমনীরা কাগজে তাদের পরিচিত পুরুষদের নাম লিখে পানিতে ছুড়ে মারত কাদামাটি মিশিয়ে। যার নাম প্রথমে ভেসে উঠতো সেই হতো প্রকৃত প্রেমিক।
ষোড়শ শতাব্দীর থেকে কাগজের কার্ড বিনিময় শুরু হয়। ১৮০০ সাল থেকে তামার প্লেটে একই ডিজাইনের অনেক কার্ড ছাপা হয়। এভাবেই এ তথাকথিত ভালোবাসা দিবস ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।

মূলত এ তথাকথিত ভালোবাসা দিবস আমাদের বাঙ্গালী কোন সাংস্কৃতি ন, এবং মুসলমানদের সাংস্কৃতিতো অবশ্যই না।
কিন্তু তারপরও এই অশ্লীল ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে আমাদের বাঙ্গালীদের মধ্যে খুব দ্রুত ছিড়িয়ে পরেছে। পশ্চিমাদের পা চাটা কুত্তা নাস্তিক এজেন্ট শফিক রেহমান পশ্চিমাদের কাছে আরো বেশি প্রিয় এবং এদেশের হুজুগে মাতা বাঙ্গালীদের কাছে একটি তথাকথিত সংস্কৃতির প্রবক্তা সাজার উদ্দেশ্যে এবং বাহবা কুড়ানোর আশায় ১৯৯৩ সালে তার সাপ্তাহিক "যায়যায় দিন" পত্রিকার মাধ্যমে তথাকথিত ভালোবাসা দিবসের প্রবর্তন ঘটিয়েছে। শুধু শফিক রেহমানই নয়, এর পিছনে আরো অনেক ইসলাম বিদ্বেষী মহলের কার্যক্রম জড়িয়ে আছে।

সম্মানিত মুসলমান সমাজ !! এই হলো ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডের ইতিহাস এবং আমাদের দেশে এই অপসাংস্কিতি বিস্তারের পটভূমি।
এখন আপনারাই চিন্তা করে দেখুন, এই অশ্লীল বেহায়াপনার সাংস্কৃতি কি আমরা পালন করতে পারি ?
আমরা কি এই বিধর্মী দের বল্গাহীন জীবনের স্রোতে গাভাসিয়ে দিতে পারি ?

কখনোই না। কারন আমরা মুসলমান, আমরা ইসলাম বহির্ভূত কোন কাজ করতে পারি না।
আমরা বিধর্মী দের বেহায়াপনায় গাভাসিয়ে দিতে পারি না।
ইসলাম বিবাহ বহির্ভূত কোন প্রেম ভালবেসা সমর্থন করে না। এ ধরনের সকল প্রেম ভালোবাসা জিনার সামিল।

মূলত, বিধর্মীদের এসব কোন বাছবিচার নেই, তারা শত শত অবৈধ সম্পর্কে লিপ্ত। তারা অসংখ্য অবৈধ সন্তান প্রতিনিয়ত জন্ম দিচ্ছে। পরকীয়া প্রেম তাদের নিত্তনতুন ব্যাপার। তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোন ভালবেসা নেই। ভালবাসার বন্ধন নেই, প্রতিমাসে তারা স্বামী বা স্ত্রী পরিবর্তন করে। তারা বিভিন্ন অশান্তিতে লিপ্ত..।
আর এসব থেকে উত্তরন লাভের জন্য বিধর্মীরা তথাকথিত ভালোবাসা দিবসের চেতনায় উজ্জীবিত হয়।

অথচ, ইসলামের প্রতিটা দিনই হচ্ছে, স্বামী- স্ত্রীরা অগাধ ভালোবাসার দিন। হাদীস শরীফে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রেরন দিয়ে বর্নিত আছে, তোমাদের মধ্যে ঐ লোক উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম।"
আবার স্বামীর প্রতি ভালোবাসার প্রেরন দিয়ে বলা হয়েছে- আল্লাহ পাক ছাড়া যদি কাউকে সিজদা করা জায়িয হতো, তবে আমি স্ত্রী দের বলতাম যেন স্বামীদের সিজদা করে। "

এরকম, স্ত্রীরা হাসিমুখে কথা বলা, হাসি মুখে তাকানো, স্ত্রীকে সাহায্য করা, অপর দিকে স্বামীর খেদমত, ভালোবাসা, সম্মান ইত্যাদি সম্পর্কে হাদীস শরীফে বিস্তারিত তাগিদ দেয়া হয়েছে ।

সূতরাং, পবিত্র ইসলামের সুন্দর বিধান বাদ দিয়ে বিধর্মী দের প্রবর্তিত ভ্যালেন্টাইন ডে জাতীর হারাম কুফরী দিবসে মুসলমানদের অংশগ্রহণ জায়িয নেই। কারন তথাকথিত ভালোবাসার দিবসের নামে বেপর্দা, বেহায়াপনা, নির্লজ্জ উৎসব হচ্ছে শয়তানের ধোঁকা এবং নফসের ওয়সওয়াসা। যা ভয়াবহ গুনাহ এবং ঈমান হারানোর কারন। ইসলামের বিধান বাদ দিয়ে এধরনের হারম কুফরী বিধান পালন করলে পরকালে কঠিন শাস্তি পেতে হবে এবং জাহান্নামী হতে হবে।
আল্লাহ পাক আমাদের এসকল হারাম নাজায়িয পথ থেকে হিফাযত করুন।
আমীন! আমীন ! আমীন !!