**বালাগার 'উলা-বিকামা-লিহী
**কাশাফাদ্ দুজা-বিজামা-লিহী
**হাসুনাত জামী-'উ খিসা-লিহী
**সাল্লূ -'আলায়হি ওয়া আ-লিহী
______________________________
* তিনি (আমাদের নবী) তাঁর পূর্ণতা সহকারে উন্নত শিখরে পৌঁছে গেছেন ।
* তাঁর সৌন্দর্যে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে গেছে ।
* তাঁর সমস্ত স্বভাবই সুন্দর ।
* তাঁর উপর ও তাঁর বংশের উপর দরূদ শরীফ পড়ো! ।
**সুত্র: (আহসানুল ম'জিযাত ওয়াল ওয়া'যু ফিল গযলিয়্যাত)