NOTICE:- ------------------ ----------------- ---------------------------

90. সূরা ফাতিহার ভাবাথর্


------------------------------------
বিসমিল্লাহির রাহমানির রাহীম
সকল প্রশংসা শুধু আল্লাহর-ই জন্য, যিনি সারা জাহানের রব ।
মেহেরবান ও দয়াময়,
বিচার দিনের মালিক ।

সূরা ফাতিহায় এমন একটি ছবি ফুটে উঠেছে। বান্দাহ্ পয়লা আল্লাহর গুণগান করার পর আল্লাহ যেন জিজ্ঞেস করছেন, কে তুমি? বান্দাহ্ বিনয়ের সাথে জওয়াব দিচ্ছে, একমাত্র আপনার-ই দাস, আপনার কাছেই সাহায্যপ্রাথীর্। আল্লাহ আবার বলেন, আচ্ছা বুঝলাম, তুমি আমার কাছে কী চাও? বানদাহ্ বলে, আমাকে সঠিক পথে চালাও। আল্লাহ বলেন, কোন পথটাকে তুমি ঠিক মনে কর? বানদাহ্ বলে সে পথ আমি চিনি না। শুধু এটুকু বলতে পারি যে, ঐপথে চালাও যে পথে চললে তোমার নিয়ামত সব সময় পাওয়া যাবে, কোন সময় গযবে পড়ার কারণ ঘটবে না ও পথ পথ হারিয়ে যাবার ভয় থাকবে না। তখন আল্লাহ বলেন, যদি সতি্য তুমি চাও যে, আমি তোমাকে সঠিক পথে চালাই, তাহলে এই নাও কুরআন। কুরআনের কথামত চল, তাহলে গযব থেকে বেঁচে থাকবে, ভুল পথে যাবার কোন কারণ ঘটবে না এবং দুনিয়া ও আখিরাতে আমার সন্তুষ্টি ও নিয়ামত ভোগ করবে।

তাফসীরে তাফহীমুল কুরআন ।

প্রচার করো,যদি
একটি মাত্র আয়াতও হয়।
(সহীহ বুখারি-৩৪৬১)