অধিকাংশ লোক
নামাজে ১
টা জিনিস ভুল করে ।
আর
তা হল তাদীলে আরকান ।
নামাজের
মধ্যে তাদীলে আরকান
ওয়াজিব
যা ইচ্ছাকৃত তরক
করলে নামাজ
পুণরায় আদায় করতে হবে।
তাদীলে আরকান হল রুকু
থেকে সোজা হয়ে স্থির
হয়ে দাঁড়ানো
এবং দুই সিজদার
মাঝে সোজা হয়ে স্থির
হয়ে বসা।
যতো তাড়াতাড়ি হোক কোমর
সোজা করে দাড়াতে হবে ও
কোমর
সোজা করে এক তাসবিহ
পরিমাণ অর্থাত্
সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ
করতে যতক্ষণ সময়
লাগে ততক্ষণ বসতে হবে ।
মূলকথা হল আপনাকে রুকু
থেকে সোজা হয়ে কমপক্ষে 2
সেকেন্ড্ স্থির
হয়ে দাঁড়াতে হবে এবং দুই
সিজদার
মাঝেও কমপক্ষে ৩ সেকেন্ড্
সোজা হয়ে বসতে হবে।।
অন্যথায়
সকলের ঐক্যমতে আপনার নামাজ
হবেনা। ফলে পুনরায় আদায়
করতে হবে।