NOTICE:- ------------------ ----------------- ---------------------------

122. পুলসিরাত

 পুলসিরাত

>> উম্মুল মু'মিনীন হযরতে সায়্যিদাতুনা আয়িশা সিদ্দীক্বা রাঃ হুজুরে করীম সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম ইরশাদ
ফরমায়েছেন,

"জাহান্নামের উপর একটি পুল আছে, যা চুলের চেয়েও অধিক সূক্ষ্ন আর তরবারীর চেয়েও অধিক ধারালো ।
তার উপর লোহার শিকল ও কাঁটা থাকবে । আল্লাহ তা'আলা যাকে ইচ্ছা সে-ই উহা ধরবে । মানুষ
উহার উপর দিয়েই গমন করবে। কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বায়ুবেগে আর কেউ
উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে । আর
ফিরিস্তারা বলতে থাকবে 'হে প্রভূ!
সহিসালামতে অতিক্রম করাও, হে প্রভূ! সহিসালামতে পার করাও।' কোন কোন মুসলমান নাজাত পাবে, কেউ আহত হবে, কেউ
উপুড় হয়ে যাবে আর কেউ
অধঃমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে ।"

{মুসনাদে ইমাম আহমদ, হাদীস নং-২৪৮৪৭, খন্ড-৯, পৃষ্ঠা-৪১৫}