NOTICE:- ------------------ ----------------- ---------------------------

83. খাজা মঈনুদ্দীন চিশতী রহঃ এর কারামতঃ



** হযরত খাজা গরীব নওয়ায তার চল্লিশজন সহচর সহ আজমীরে প্রবেশ করে একটি গাছতলায় তাবু খাঁটালে সেখানে রাজা পৃথ্বীরায়ের লোকেরা ঐ জায়গাটি রাজার উট বাঁধার
স্থানের কথা বলে খাজা গরীব
নওয়াযকে অন্যত্র তাবু খাঁটাতে বললো ।তখন খাজা গরীব নওয়ায শান্তস্বরে বললেন,
'আমরা যখন তাবু খাঁটিয়ে ফেলেছি ,এখন তোমরা অন্যত্র উট বাঁধতে পারো আরো অনেক
জায়গা খালি আছে ।' কিন্তু রাজার
লোকেরা রুষ্টস্বরে তাদেরকে আবারো তাঁবু গুটিয়ে ফেলতে বলায় খাজা গরীব নওয়ায
তাঁবু অন্যত্র সরিয়ে নিলে রাজার
লোকেরা ওইখানে উটগুলো বাঁধেন। পরদিন সকালে যখন রাজার লোকেরা উটগুলোকে চরানোর জন্য নিয়ে যেতে চাইল,তখন উটগুলো আর
ওঠতে পারছিলো না । অনেক হাঁকডাক ছাড়া হলো,পেটানোও হল তাতেও কোনো কাজ না হওয়াতে রাজার লোকেরা রাজাকে খবর
দিল ।রাজা ওই দরবেশদের
খুশী করে উটগুলোকে ওঠানোর নির্দেশ দিলেন ।
রাজার লোকেরা খাজা গরীব নওয়াযের দরবারে এসে ক্ষমা চাইলো এবং উটগুলো না ওঠলে
লোকদের মারাত্মক পরিণিতির
কথা কেঁদে কেঁদে আরয করলে, খাজা গরীব নওয়ায এর পবিত্র হৃদয়ে দয়া হলো ও তাদের
কে ক্ষমা করে দিল । এবং বললেন যাও তোমাদের উটগুলো ওঠে দাঁড়িয়ে গেছে । সুবহানাল্লাহ !
তারা এসে তাই দেখতে পেল ।