মৃত্যুটা
সকলের জন্য কেয়ামত। কোরানে পাপী লোকের কেয়ামতকে ‘সায়াত’ (ধ্বংসাত্মক
মৃত্যু) বলা হয়েছে। দেহের মধ্যে শিংগায় ফুঁৎকার উঠবে। কম্পনে কম্পিত হবে
দেহ। আপন কর্মকান্ডর বোঝা বের হয়ে পড়বে। রবের আদেশে তার কর্মকান্ড বর্ণনা
করা হবে। মনে হবে অন্ধকার হচ্ছে চন্দ্রের আলো। বাহ্যদৃষ্টি স্থির, হতভম্ব।
তোমার কার্যক্রমের হবে সমাপ্ত। সেসময়ে জানিয়ে দেওয়া হয়, আগে যাহা
পাঠিয়েছিলে, ফেলিয়া আসিল এখন যাহা। মানুষ হয়ে যায় দ্রষ্টা নিজের নফসের উপর।
তখন নিজের ওজর আপত্তি পেশ করতে থাকে। অন্তর্ভূ
ক্ত হয়ে যায় নিজের দলে। অপেক্ষায় থোকবে পুনরুথ্থানের।
কিন্তু পূণ্যবান লোকদের দেহে কম্পন উঠবে না। তারা মৃত্যুর স্বাদ গ্রহন করবে না। তারা লা-মোকামে অবস্থান করবে। পরবর্তীতে নির্দেশিত হয়ে দুনিয়াতে আসবেন মানুষকে হেদায়েত করার জন্য।
ক্ত হয়ে যায় নিজের দলে। অপেক্ষায় থোকবে পুনরুথ্থানের।
কিন্তু পূণ্যবান লোকদের দেহে কম্পন উঠবে না। তারা মৃত্যুর স্বাদ গ্রহন করবে না। তারা লা-মোকামে অবস্থান করবে। পরবর্তীতে নির্দেশিত হয়ে দুনিয়াতে আসবেন মানুষকে হেদায়েত করার জন্য।