NOTICE:- ------------------ ----------------- ---------------------------

137. "ক্বাছীদায়ে নু'মান" শেষ পর্ব।

  1. "ক্বাছীদায়ে নু'মান" শেষ পর্ব।
    (৪৬-৫৩ পংক্তি)

    ইমামে আযম,ইমাম আবু হানাফা রহমাতুল্লাহি আলাইহি উনার বিখ্যাত একিতাব ক্বাছীদায়ে নু'মান শরীফে সাইয়্যিদুল মুরসালীন,ইমামুল মুরসালীন হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বেশুমার ছানা-সিফত করেছেন।

    এবং ক্বাছীদা শরীফের শেষ পংক্তিগুলোতে তিনি সরাসরি হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে কিছু ফরিয়াদ করেছেন।

    শেষ পর্ব----->>>

    يا ما لكي كن شافعي في فاقتي
    اني فقير في الوري لغناك

    অর্থ: হে আমার মালিক ! আমার প্রয়োজন কালে আপনি আমার জন্য সুপারিশ করুন। পৃথিবীতে আমি শুধু আপনারই ঐশ্বর্যের মুখাপেক্ষী।

    يااكرم الثقلين يا كنز الوري
    جد لي بجودك و ارضني بر ضاك

    অর্থ: হে জ্বীন-ইনসানের সবচাইতে সম্মানিত। হে সমগ্র মখলুকাতের ধনভান্ডার! আমাকে আপনার দানে ধন্য করুন। আপনার সন্তুষ্টি দিয়ে খুশি করুন।

    انا طامع بالجود منك و ام يكن
    لابي حنيفة في الانام سواك

    অর্থ: আমি আপনার করুনার প্রত্যাশী। আপনি ছাড়া সারা জাহানে আবু হানীফার (রহমাতুল্লাহি আলাইহি ) কেউ নেই।

    فعساك تشفع فيه عند حسابه
    فلقد غدا متمسك بعراك

    অর্থ: একটাই আশা, হিসাবের দিনে আপনি আমার জন্য সুপারিশ করবেন। কারন আমিতো আপনারই রশি আঁকড়ে ধরেছি।

    فلانت اكرم شافع و مشفع
    ومن التجي بحماك نال رضاك

    অর্থ: সবচাইতে মহান সুপারিশকারী সেতো একমাত্র আপনি। যে আপনার আশ্রয় গ্রহণ করেছে সে আপনার সন্তুষ্টি লাভ করেছে ।

    فاجعل قراك سفاعة لي في غد
    فعسي اري في الحشر تحت لواك

    অর্থ: আপনার মেহমানদারীকে আমার জন্য কাল সুপারিশে পরিনত করুন। যাতে হাশরের ময়দানে আমি আপনারই ঝন্ডাতলে শামিল হতে পারি।

    صلي عليك الله ياعلم الهدي
    ما حن مشتاق الي مشواك

    অর্থ: হে সমগ্র জগতের হিদায়েতের প্রতিক ! আপনার প্রতি আল্লাহ পাক উনার বেশুমার ছলাত, যতক্ষন কোন আশেক আপনার আশ্রয়ের প্রত্যাশী থাকে ।

    وعلي صحابتك الكرام جميعهم
    والتا بعين و كل من وا لاك

    অর্থ: আপনার সম্মানিত ছাহাবী রদ্বিয়াল্লাহু আনহু, উনাদের অনুসারী, আর যারা আপনাকে মুহব্বত করেছেন সকলের প্রতি বেশুমার ছলাত। "

    সুবহানাল্লাহ্ !!

    মহান আল্লাহ পাক ইমামে আযম রহমতুল্লাহি আলাইহি উনার এই মহান দোয়ায় আমাদেরও শরিক হওয়ার তৌফিক দান করুন।

    আমীন !!!