- "ক্বাছীদায়ে নু'মান" শেষ পর্ব।
(৪৬-৫৩ পংক্তি)
ইমামে আযম,ইমাম আবু হানাফা রহমাতুল্লাহি আলাইহি উনার বিখ্যাত একিতাব ক্বাছীদায়ে নু'মান শরীফে সাইয়্যিদুল মুরসালীন,ইমামুল মুরসালীন হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বেশুমার ছানা-সিফত করেছেন।
এবং ক্বাছীদা শরীফের শেষ পংক্তিগুলোতে তিনি সরাসরি হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে কিছু ফরিয়াদ করেছেন।
শেষ পর্ব----->>>
يا ما لكي كن شافعي في فاقتي
اني فقير في الوري لغناك
অর্থ: হে আমার মালিক ! আমার প্রয়োজন কালে আপনি আমার জন্য সুপারিশ করুন। পৃথিবীতে আমি শুধু আপনারই ঐশ্বর্যের মুখাপেক্ষী।
يااكرم الثقلين يا كنز الوري
جد لي بجودك و ارضني بر ضاك
অর্থ: হে জ্বীন-ইনসানের সবচাইতে সম্মানিত। হে সমগ্র মখলুকাতের ধনভান্ডার! আমাকে আপনার দানে ধন্য করুন। আপনার সন্তুষ্টি দিয়ে খুশি করুন।
انا طامع بالجود منك و ام يكن
لابي حنيفة في الانام سواك
অর্থ: আমি আপনার করুনার প্রত্যাশী। আপনি ছাড়া সারা জাহানে আবু হানীফার (রহমাতুল্লাহি আলাইহি ) কেউ নেই।
فعساك تشفع فيه عند حسابه
فلقد غدا متمسك بعراك
অর্থ: একটাই আশা, হিসাবের দিনে আপনি আমার জন্য সুপারিশ করবেন। কারন আমিতো আপনারই রশি আঁকড়ে ধরেছি।
فلانت اكرم شافع و مشفع
ومن التجي بحماك نال رضاك
অর্থ: সবচাইতে মহান সুপারিশকারী সেতো একমাত্র আপনি। যে আপনার আশ্রয় গ্রহণ করেছে সে আপনার সন্তুষ্টি লাভ করেছে ।
فاجعل قراك سفاعة لي في غد
فعسي اري في الحشر تحت لواك
অর্থ: আপনার মেহমানদারীকে আমার জন্য কাল সুপারিশে পরিনত করুন। যাতে হাশরের ময়দানে আমি আপনারই ঝন্ডাতলে শামিল হতে পারি।
صلي عليك الله ياعلم الهدي
ما حن مشتاق الي مشواك
অর্থ: হে সমগ্র জগতের হিদায়েতের প্রতিক ! আপনার প্রতি আল্লাহ পাক উনার বেশুমার ছলাত, যতক্ষন কোন আশেক আপনার আশ্রয়ের প্রত্যাশী থাকে ।
وعلي صحابتك الكرام جميعهم
والتا بعين و كل من وا لاك
অর্থ: আপনার সম্মানিত ছাহাবী রদ্বিয়াল্লাহু আনহু, উনাদের অনুসারী, আর যারা আপনাকে মুহব্বত করেছেন সকলের প্রতি বেশুমার ছলাত। "
সুবহানাল্লাহ্ !!
মহান আল্লাহ পাক ইমামে আযম রহমতুল্লাহি আলাইহি উনার এই মহান দোয়ায় আমাদেরও শরিক হওয়ার তৌফিক দান করুন।
আমীন !!!
হে আল্লাহ তুমি আমাদের সবাইকে সহিহ ভাবে কোরআন, হাদিস,ইজমা, কিয়াস,শরিয়ত, তরিকত মেনে চলার তাওফিক দান করুন-আমিন
137. "ক্বাছীদায়ে নু'মান" শেষ পর্ব।
সার্চ করুন
ক্যাটাগরি
- অজানা তথ্য (2)
- অলৌকিক (1)
- আযান (1)
- আসহাবে কাহফ (1)
- ইমাম (1)
- ইলমে গায়েবে (7)
- ইসলামের হুকুম (1)
- ঈদে মীলাদুন্নবী (সাঃ) (2)
- উসিলা (1)
- এয়াযীদ (1)
- কবর (1)
- কোরআন (2)
- খাজা গরীবে নেওয়াজ (2)
- জানাযা নামাজ (1)
- জান্নাত (3)
- জাহান্নাম (2)
- ডাক্তার (1)
- তাবলীগ (1)
- তাবিজ ও ঝাড়ফুঁক (1)
- তাসাউফের অর্থ ও তাৎপর্য (1)
- দাজ্জাল (1)
- নাতে (সঃ) (1)
- নামাজ (8)
- নারীর পর্দা (1)
- নূরনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (11)
- বায়াত (5)
- বেলায়াত ও কুরবাত (1)
- ভিডিও (1)
- মহাকবি শেখ সাদীর উপদেশ (1)
- মা - বাবা (1)
- মাজার (3)
- মাযহাব (1)
- মৃত্যু (2)
- মেরাজুন্নাবী (2)
- রওজা (2)
- রমজান (1)
- রসুলে পাক(দঃ)এর মুজেযা (1)
- লা-মাযহাবী (2)
- শবে বরাত (1)
- শবে-মেরাজ (1)
- সাহাবা (1)
- সৈয়দ আহমদ বেরেলভী (1)
- হাজের নাজের (1)
- হাদীস (4)
- হাসর (2)