আরবী বারোটি মাস উনাদের মধ্যে জুমাদাল উখরা হচ্ছে ৬ষ্ঠতম মাস। আর এ মাস উনার বিশ তারিখে হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মূল ব্যক্তিত্ব আহলুয যিকরি, আত তহিরাতু, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত যাহরা আলাইহাস সালাম তিনি যমীনে তাশরীফ আনেন।
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তখন দুনিয়াবী জিন্দেগী মুবারক ৩৭ বছর বয়স মুবারক ছিলেন। সেই সময় তিনি পবিত্র বিলাদত শরীফ লাভ করেন। হযরত যাহরা আলাইহাস সালাম উনার কথা-বার্তা, আচার-আচরণ, সীরত-ছূরতের মধ্যে পরিপূর্ণভাবে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিদর্শন মুবারক ফুটে উঠতো। সুবহানাল্লাহ!
হযরত যাহরা
আলাইহাস সালাম তিনি হচ্ছেন ‘আল বিদয়াতু মির রসূলি ছল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম’ অর্থাৎ তিনি হচ্ছেন আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর
পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দেহ মুবারক উনার একটি টুকরা
মুবারক। তাই হযরত যাহরা আলাইহাস সালাম উনাকে মুহব্বত করা পবিত্র ঈমান।
কাজেই আমাদের উচিত হযরত যাহরা আলাইহাস সালাম উনাকে মুহব্বত করা এবং উনাকে অনুসরণ-অনুকরণ করা। মহান আল্লাহ পাক তিনি যেন আমাদের সেই তাওফীক দান করেন। আমীন।
কাজেই আমাদের উচিত হযরত যাহরা আলাইহাস সালাম উনাকে মুহব্বত করা এবং উনাকে অনুসরণ-অনুকরণ করা। মহান আল্লাহ পাক তিনি যেন আমাদের সেই তাওফীক দান করেন। আমীন।