☑বেহেশতে প্রবেশ করবে না প্রতারক, কৃপণ এবং যে ব্যক্তি দান করে খোঁটা দেয়য়। ___তিরমিজী
☑ তোমাদের কারো শ্রেষ্ঠ সম্পদ হলো আল্লাহর জিকিরকারী রসনা, কৃতজ্ঞ অন্তর এবং ঈমানদার স্ত্রী যে তার ঈমানের (দ্বীনের ব্যাপারে তাক সাহায্য করে। ___তিরমিজী
☑দুইটি স্বভাব মুনাফিকের মধ্যে একত্রিত হতে পারে না, সৎস্বভাব ও দ্বীনের সুষ্ঠু জ্ঞান।___তিরমিজী
☑ তিনটি দু'আ কবুল হয় এতে কোন সন্দেহ নেই; পিতা-মাতার দু'আ, মুসাফিরের দু'আ এবং মজলুমের দু'আ। ___তিরমিজী
☑ শ্রেষ্ঠ জিকির হলো; লা ইলাহা ইল্লাল্লাহ, আর শ্রেষ্ঠ দু'আ হলো; আলহামদুলিল্লা। ___তিরমিজী
☑ তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা কর আর শান্তি চাও, কেননা ঈমানের পর কাউকে শান্তি অপেক্ষা উত্তম কিছু দান করা হয় না। ___তিরমিজী
☑ সবচেয়ে উত্তম কাজ হলো-নামাজকে তার প্রথম সময়ে পড়া। ___তিরমিজী
☑ আজান ও একামতের মাঝখানের দু'আ ফেরত দেয়া হয় না। ___তিরমিজী
☑ রাতের শেষার্ধের মধ্যভাগের দু'আ এবং ফজরের নামাজের পরের দু'আ তাড়াতাড়ি কবুল হয়। ___তিরমিজী
☑ যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করিয়েছে অথবা কোন গাজীকে জিহাদের সামগ্রী দান করেছে তার জ্যও অনুরূপ সওয়াব রয়েছে। ___তিরমিজী
শেয়ার করতে ভুলবেন না যেনো!!!!!