যারা নবীজী (স)কে আমাদের মত মাটির তৈরী সাধারণ মানুষ বলে নবীজীর শান-মানকে খাটো করে আমাদের কাতারে নামিয়ে দিতে চায়।
(নাওযুবিল্লাহ)।
তাদেরকে যদি প্রশ্ন করি,
নবীজী মেরাজ করেছিলেন,
এটা কি আপনি বিশ্বাস করেন??
জবাব দিবেঃ অবশ্যই বিশ্বাস করি, এটা তো চিরন্তন সত্য কথা।
এবার যদি তাকে প্রশ্ন করি,,
নীল আর্মস্ট্রংসহ তিনজন চাদেঁ গিয়েছিল,
সেটা কি বিশ্বাস করেন??
জবাব দিবেঃ অবশ্যই বিশ্বাস করি,
এটা তো বেশীদিন আগের কথা নয়,
তাছাড়া ইতিহাস তো কখনো মিথ্যা বলে না।।
এবার তাকে ধন্যবাদ জানিয়ে যদি জিজ্ঞেস করি,,
মহাকাশে একটি নির্দিষ্ট দুরত্বের পর তো অক্সিজেন পাওয়া যায়না,
তাহলে তারা চাদেঁ গেল কেমন করে??
জবাব দিবেঃ বর্তমান বিজ্ঞানের যুগ, অক্সিজেনভর্তি সিলিন্ডার সাথে নিয়ে গিয়েছিল।
এবার যদি তাকে জিজ্ঞেস করি,
অক্সিজেন ছাড়া যাওয়া যায় না কেন??
জবাব দিবেঃ অক্সিজেন ছাড়া মানুষ বাচেনা বলে।
এবার যদি তাকে জিজ্ঞেস করি,
চৌদ্দশত বছর পূর্বে রাসুল (স) যে সাত আসমান পেরিয়ে আরশে গিয়েছিলেন আল্লাহর সাথে মেরাজ বা সাক্ষাত করতে,
তখন তিনি কি সাথে অক্সিজেনভর্তি সিলিন্ডার নিয়েছিলেন??
সে জবাব দিবেঃ না, অক্সিজেন নেননি।
এবার যদি তাকে জিজ্ঞেস করি,
আমরা যদি মহাকাশে যেতে চাই,
অক্সিজেন ছাড়া যেতে পারি না,
অথচ রাসুলুল্লাহ (স) আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করে আসলেন
অক্সিজেন ছাড়া,
তাহলে তিনি আমাদের মতো সাধারণ মানুষ হলেন কেমন করে??
এবার তার ভাগ্যে যদি হেদায়েত থাকে তাহলে বলবে,
"ভাইজান, আমার ভুল হয়েছে,
আসলেই রাসুলুল্লাহ (স) আমাদের মত সাধারণ মানুষ নন।"
আর যদি তার ভাগ্যে হেদায়েত না থাকে, তবে সে আমাকে বলবে---- "তুই নাস্তিক, তুই নাস্তিক"।
((এডমিনঃমোহাম্মদ জাহাঙ্গীর আলম)