➖➖➖➖➖➖
🔴 সাবধান! আল্লাহর নাফরমানী করে সৃষ্টিকুলের কারো আনুগত্য করবেন না। নবী (সাঃ) বলেন, স্রষ্টার নাফরমানী করে সৃষ্টিকুলের কারো আনুগত্য করা যাবে না (আহমাদ, হাকেম)
🔴 সাবধান! আল্লাহর উপর কুধারণা রাখবেন না। কেননা হাদীছে কুদসীতে আল্লাহ বলেছেন, আমার বান্দা আমার উপর যেরূপ ধারণা পোষণ করবে আমি সেরূপই তার সাথে আচরণ করব। (বুখারী, মুসলিম)
🔴 সাবধান! বিপদে পড়ার আশংকায় বা বিপদোদ্ধারের জন্য রিং পাথর, সুতা, তাবীজ-কবচ ইত্যাদি পরিধান করবেন না।
🔴 সাবধান! বদনযর প্রভৃতি থেকে বাঁচার জন্য তাবীজ ব্যবহার করবেন না। কেননা তাবীজ ব্যবহার করা শির্ক। নবী (সাঃ) বলেন, যে ব্যক্তি কোন কিছু লটকাবে, তাকে সেই বস্তুর প্রতি সোপর্দ করে দেয়া হবে। (আহমাদ, তিরমিযী)
🔴 সাবধান! পাথর,গাছ,পুরাতন চিহ্ন,ঘর-বাড়ি ইত্যাদি দ্বারা বরকত কামনা করবেন না। কেননা এ ধরণের বস্তু থেকে বরকত নেয়া শির্ক।
🔴 সাবধান! যুগকে গালি দিবেন না। বাতাস, সূর্য, ঠান্ডা, গরম, প্রভৃতিকে গালি দেবেন না। এগুলোকে গালি দেয়া মানে আল্লাহকে গালি দেয়া। কেননা তিনিই এগুলো সৃষ্টি করেছেন।
🔴 সাবধান! বিপদে পড়লে যদি বলবেন না। (যদি এরূপ করতাম তবে এরূপ হত বা যদি এরূপ না করতাম তবে এরূপ হত না।) কেননা এধরণের কথা শয়তানের কর্মকে উন্মুক্ত করে। তাছাড়া এতে আল্লাহর নির্ধারিত তকদীরের বিরোধিতা করা হয়। এধরণের পরিস্থিতিতে বলবেন-আল্লাহ যা নির্ধারণ করেছেন এবংতিনি যা চেয়েছেন তা করেছেন।
🔴 সাবধান! কবরগুলোকে মসজিদে রূপান্তরিত করবেন না। কেননা যে মসজিদে কবর আছে তাতে নামায হবে না। আয়েশা (রাঃ) থেকে বর্ণিত হয়েছেঃ তিনি বলেন, রাসুল (সাঃ) শেষ জীবনে মূমুর্ষূ অবস্থায় বলেছেন- ইহুদী-খৃষ্টানদের উপর আল্লাহর লানত। তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদে রূপান্তরিত করেছে। ওদের কার্যকলাপ থেকে উম্মতকে সতর্ক করার জন্যই নবী (সাঃ) একথা বলেছেন। আয়েশা (রাঃ) বলেন, নবী (সাঃ) এ কথা না বললে ছাহাবীগণ তাঁকে বাইরে কবর দিতেন। (বুখারী,মুসলিম) নবী (সাঃ) আরো বলেন- তোমাদের পূর্বের লোকেরা তাদের নবী ও নেক লোকেদের কবরকে মসজিদে রূপানতর্ত করেছে। তোমরা কবর সমূহকে মসজিদে পিণত করো না। আমি তোমাদেরকে একাজ থেকে নিষেধ করছি। (মুসলিম)
🔴 সাবধান! কখনো গাইরুল্লাহর উপর ভরসা করবেন না। আল্লাহ তা'আলা বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তিনি তার জন্য যতেষ্ট হবেন।
(সূরা-তালাক-৩)
🔴 সাবধান! যে সকল যাদুকর ও জ্যোতিষী অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে বলে দাবী করে তাদের কথা বিশ্বাস করা থেকে সাবধান! তারা কাগজে মানুষের বিভিন্ন বুরুজের (রাশিচক্র) উল্লেখ করে তাদের সুখ-দুঃখের সংবাদ দেয়। তাদের কথা বিশ্বাস করা শির্ক। কেননা একমাত্র আল্লাহ ব্যতিত কেউ অদৃশ্যের খবর জানে না।
"প্লিজ শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।"