ওগো আল্লাহ রসূল আমাকে
উপদেশ দিন। তিনি বললেনঃ আমি
তোমাকে উপদেশ দিচ্ছি আল্লাহকে
ভয় করবার। কারণ এটাই তোমার সমস্ত
কাজকে সৌন্দর্য দান করবে।
আমি বললাম , আমাকে আরো উপদেশ
দিন।
তিনি বললেন : কুরআন পাঠ এবং আল্লাহর
স্মরণ ও তাঁর বিষয়ে আলোচনাকে নিজের
কর্তব্য কাজ বানিয়ে নাও। এতে আকাশে
তোমায় নিয়ে আলোচনা হবে আর এটা
পৃথিবীতে তোমার পথের আলো হবে।
আমি বললাম , আমাকে আরো উপদেশ
দিন।
তিনি বললেন : বেশী সময় নীরব থাকবে ,
কম কথা বলবে। এটা শয়তানকে তাড়াবার
হাতিয়ার হবে এবং তোমার দীনের কাজের
সহায়ক হবে।
আমি আরয করলাম , আমাকে আরো আদেশ দিন। তিনি বললেন তিক্ত হলেও সত্য কথা
বলবে।
আমি নিবেদন করলাম , আমাকে আরো উপদেশ দিন।
তিনি বললেন : ইসলামী আন্দোলন (জিহাদ)
করাকে নিজের কর্তব্য বানিয়ে নাও। কারণ
এটাই মুসলমানদের বৈরাগ্য।
আমি বললাম , আমাকে আরো কিছু বলুন।
তিনি বললেন : দরিদ্র লোকদের ভালোবাসবে এবং তাদের সাথে উঠাবসা করবে।
আমি বললাম , আমাকে আরো উপদেশ দিন।
তিনি বললেন : তোমার নিজের মধ্যে যেসব
দোষ ত্রুটি আছে , সেগুলোর দিকে তাকাও ।
অন্যের মধ্যে যে দোষ ত্রুটি আছে তা খুজে
বেড়ানো এবং বলে বেড়ানো থেকে বিরত
থাকো।
অতপর তিনি আমার বুকে হাত মেরে বললেন,
আবু যর ! কর্মকৌশল ও কর্মপ্রচেষ্টার চাইতে
বড় বুদ্ধিমত্তা আর নেই। হারাম ও নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার চেয়ে বড় বীরত্ব কিছু নেই।
আর সুন্দর ব্যবহারের চাইতে বড় কোনো
ভদ্রতা নেই।
[ ইবনে হিব্