* আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তার পরেই
ভয় সেই মানুষকে যে আল্লাহকে মোটেই ভয় পায় না।
* তুমি যা শিখলে, তা যদি তোমার বাস্তব জীবনে
রূপায়িত করতে না পারলে, তবে তুমি মস্ত বোকা।
* মানুষকে অপমান করো না, মানুষ
সৃষ্টির সেরা জীব।
* হে খোদা, তুমি দুষ্টু প্রকৃতির লোকদের
উপর করুণাবর্ষণ করো। কারণ, যারা ভালো,
তারা তোমার করুণা ছাড়া ভালো হয়নি।
* অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে
উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তা হলে
কেউ অজ্ঞ থাকত না।
* প্রতিটি মানুষই নিজেকে বুদ্ধিমান মনে করে,
আর প্রত্যেক মানুষই তার আপন সন্তানকে খুশি
দেখতে চায়।
* বিদ্যা বৃদ্ধির যদি উপার্জনের মাপকাঠি হত, তবে মূর্খরা সব না খেয়ে মরত।
* বুদ্ধিমান চাষার চেলে রাজার উজির হয়; আর নির্বোধ
উজিরের ছেলে চাষার কাছে ভিক্ষা চায়।
* তুমি যত বড় পণ্ডিত ব্যক্তি হও না কেন, নিজের
জীবনে তার প্রতিফলন ব্যতীত তুমি মূর্খ।
* একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত
ব্যক্তিকে জাগ্রত করতে পারে না।