সাওয়াব পৌঁছানোর প্রতিক্ষায়
→ সারকারে নামদার সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এর সুগন্ধিময় ইরশাদ হচ্ছে, "কবরে মৃত ব্যক্তির অবস্থা ডুবন্ত মানুষের ন্যায়। সে একান্ত প্রতিক্ষায় থাকে যে, পিতা-মাতা, ভাই অথবা কোন বন্ধুর দু'আ তার কাছে পৌঁছানোর অপেক্ষায় আর যখন কারো দু'আ তার নিকট পৌঁছে তখন তা তার নিকট দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার ছেয়ে উৎকৃষ্ট হয়ে থাকে। আল্লাহ তা'আলা কবরের বাসিন্দাদেরকে তাদের জীবিত আত্নীয়-স্বজনদের থেকে পেশকৃত সাওয়াবকে পাহাড় সমপরিমাণ আকারে দান করেন। মৃতদের জন্য জীবতদের পক্ষ থেকে হাদিয়া বা তোহফা হচ্ছে ক্ষমা প্রার্থনা করা।"
{বায়হাক্বী শুঊবুল ইমান, ৬ষ্ঠ খন্ড, ২০৩ পৃষ্ঠা, হাদীস নং-৯০৫, দারুল কুতুবিল ইলমিয়্যাহ বৈরুত হতে মুদ্রিত}
→ সারকারে নামদার সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এর সুগন্ধিময় ইরশাদ হচ্ছে, "কবরে মৃত ব্যক্তির অবস্থা ডুবন্ত মানুষের ন্যায়। সে একান্ত প্রতিক্ষায় থাকে যে, পিতা-মাতা, ভাই অথবা কোন বন্ধুর দু'আ তার কাছে পৌঁছানোর অপেক্ষায় আর যখন কারো দু'আ তার নিকট পৌঁছে তখন তা তার নিকট দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার ছেয়ে উৎকৃষ্ট হয়ে থাকে। আল্লাহ তা'আলা কবরের বাসিন্দাদেরকে তাদের জীবিত আত্নীয়-স্বজনদের থেকে পেশকৃত সাওয়াবকে পাহাড় সমপরিমাণ আকারে দান করেন। মৃতদের জন্য জীবতদের পক্ষ থেকে হাদিয়া বা তোহফা হচ্ছে ক্ষমা প্রার্থনা করা।"
{বায়হাক্বী শুঊবুল ইমান, ৬ষ্ঠ খন্ড, ২০৩ পৃষ্ঠা, হাদীস নং-৯০৫, দারুল কুতুবিল ইলমিয়্যাহ বৈরুত হতে মুদ্রিত}