NOTICE:- ------------------ ----------------- ---------------------------

হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত,

তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে আমাদেরকে বললেন, আমি পাঁচটি বিষয়ে কথা বলবো। কেউ আছো কি, যে কথাগুলো মনে রাখবে, এর উপর আমল করবে, অপরের কাছে পৌঁছাবে এবং তাদেরকেও আমলের কথা বলবে?
আবু হুরায়রা রা. বলেন, আমি উত্তর দিলাম, আমি হাজির রাসূলাল্লাহ! আমি এই পাঁচটি কথা মনে রাখবো, আমল করার চেষ্টা করবো, অন্যদের কাছে পৌঁছাবো।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন-
* হারাম কাজসমূহ থেকে বেঁচে থাকো, তাহলে সব চেয়ে বড় ইবাদাতকারী হতে পারবে।
* মহান আল্লাহ্‌ তোমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তার উপর সন্তুষ্ট থাকো। তাহলে তুমি দুনিয়ার সব মানুষের মধ্যে সবচেয়ে ধনী হতে পারবে। (এখানে বুঝানো হয়েছে কারো মুখাপেক্ষী না হওয়া, তুষ্টি অর্জন হওয়া)
* প্রতিবেশীর সাথে সদাচরণ করো, তাহলে মুসলমান হতে পারবে।
* তুমি নিজের জন্য যা পছন্দ করছো, অপরের জন্যও তা পছন্দ করো।
* অতিরিক্ত হাসাহাসি করো না। কারণ এতে অন্তর মরে যায়। (এখানে হাসাহাসি দ্বারা উদ্দেশ্য অট্টহাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাত হলো মুচকি হাসা)
[তিরমিযী]