১. নূহ আলাইহিস সালাম যখন তার কাওমের কাছে দাওয়াত পৌঁছে দিতে গেল তখন মুশরিকরা বলত
فَقَالَ الْمَلأُ الَّذِينَ كَفَرُواْ مِن قِوْمِهِ مَا نَرَاكَ إِلاَّ بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرَاكَ اتَّبَعَكَ إِلاَّ الَّذِينَ هُمْ أَرَاذِلُنَا بَادِيَ الرَّأْيِ وَمَا نَرَى لَكُمْ عَلَيْنَا مِن فَضْلٍ بَلْ نَظُنُّكُمْ كَاذِبِينَ
27
অর্থঃ তখন তাঁর কওমের কাফের প্রধানরা বলল আমরা তো আপনাকে আমাদের মত একজন মানুষ ব্যতীত আর কিছু মনে করি না; আর আমাদের মধ্যে যারা ইতর ও স্থুল-বুদ্ধিসম্পন্ন তারা ব্যতীত কাউকে তো আপনার আনুগত্য করতে দেখি না এবং আমাদের উপর আপনাদের কেন প্রাধান্য দেখি না, বরং আপনারা সবাই মিথ্যাবাদী বলে আমারা মনে করি।
[সূরা হুদ ২৭]
২. হযরত শু'আইব আলাইহিস সালাম দাওয়াত দিতে গেলে বলা হয়েছিল
وَمَا أَنتَ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ الْكَاذِبِينَ
186
তুমি আমাদের মত মানুষ বৈ তো নও। আমাদের ধারণা-তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।
[সূরা আশ-শো’আরা ১৮৬]
ভালমত খেয়াল করুন এখানেও মুশরিকরা নবী-রাসূলদের আলাইহিস সালাম بَشَرٌ (বাশার) বলত। আর ১৪০০ বছর পর এসে আজ এই ফিতনা-ফাসাদের যুগে এসে নবী-রাসূলদের আলাইহিস সালাম বাশার বলা শুরু হয়েছে। তবুও আমরা তাদের কাফির বলছি না। আল্লাহ তা'আলা এদের হিদায়াত দান করুন। আমীন