হযরত আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সা. বলেছেন, বেহেশতীগণ বেহেশতে ও দোযখীগণ দোযখে চলে যাবার পর আল্লাহ্ তায়ালা বলবেন, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাকে দোযখ থেকে বের করো।
তখন তাদেরকে পোড়া কালো অবস্থায় বের করা হবে। তারপর তাদেরকে আবে হায়াতের নদে নামিয়ে দেয়া হবে। এর দ্বারা তারা এতোটা সজীব হয়ে উঠবে, পানির ধারার পাশে নতুন ঘাসের চারা যেমন সতেজ হয়ে ওঠে। তুমি কি দেখনি ঐ বীজের গাছগুলো কেমন হলুদ বর্ণ ও ঘন অঙ্কুরিত হয়?
 [সহীহ বুখারী]
![ সামান্য ঈমানও অমূল্য 
হযরত আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সা. বলেছেন, বেহেশতীগণ বেহেশতে ও দোযখীগণ দোযখে চলে যাবার পর আল্লাহ্ তায়ালা বলবেন, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাকে দোযখ থেকে বের করো।
তখন তাদেরকে পোড়া কালো অবস্থায় বের করা হবে। তারপর তাদেরকে আবে হায়াতের নদে নামিয়ে দেয়া হবে। এর দ্বারা তারা এতোটা সজীব হয়ে উঠবে, পানির ধারার পাশে নতুন ঘাসের চারা যেমন সতেজ হয়ে ওঠে। তুমি কি দেখনি ঐ বীজের গাছগুলো কেমন হলুদ বর্ণ ও ঘন অঙ্কুরিত হয়?
[সহীহ বুখারী]](https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-frc3/t1.0-9/p526x296/10157365_629858547091869_3782001205222357170_n.jpg)