NOTICE:- ------------------ ----------------- ---------------------------

মুমিনদের পরীক্ষা


  হাশরের দিনের শেষভাগে কাফেররা যে সকল মাবূদের উপাসনা করতো তাদের অনুসরণ করবে। তাদের মাবূদগণ তাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাবে। সমস্ত কাফের দলবদ্ধ হয়ে পশুর দলের মত পায়ে হেঁটে বা মুখের ভরে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যখন মুমিন এবং মুনাফেক ছাড়া আর কেউ থাকবে না, তখন আল্লাহ তাদের সামনে এসে বলবেন: "তোমরা কিসের অপেক্ষা করছো?" তারা বলবে: 'আমরা আমাদের পালনকর্তার অপেক্ষা করছি।' তখন আল্লাহ নিজের পায়ের নলা থেকে পর্দা উন্মোচন করবেন। মুমিনরা তাঁকে চিনতে পারবে এবং সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়বে। কিন্তু মুনাফেকরা সিজদা করতে পারবে না। আল্লাহ বলেন: "যেদিন তিনি পায়ের নলা থেকে পর্দা উন্মোচন করবেন এবং তাদেরকে সিজদা করার জন্য আহবান করা হবে কিন্তু তারা সিজদা করতে সক্ষম হবে না।"
(সূরা-কলম-৪২) এরপর সকলে আল্লাহর অনুসরণ করবে। পুলসিরাত সম্মুখে আসবে। সবাইকে নূর দেয়া হবে কিন্তু মুনাফেকদের নূর নিভে যাবে।