NOTICE:- ------------------ ----------------- ---------------------------

ইমামে ইশকও মুহাব্বত আ'লা হযরত রাদিয়াল্লাহু তা'আলা আনহু রচিত সর্বাধিক পঠিত না'ত সমূহের মধ্যে অন্যতম-


""" সবসে আউলা ওয়া আ'লা হামারা নবী,
সবসে বালা ওয়া ওয়ালা হামারা নবী।'''''
...........এর পূর্ণ বাংলা কাব্যানুবাদ {কোন শব্দার্থ জানার থাকলে নিচে Comment Box-লিখুন। ইনশাল্লাহ আপনার উত্তর জানান হবে}।
১. সর্ব সমীপম ও শীর্ষোত্তম আমাদের নবী
সর্ব উত্তম ও শ্রেষ্ঠোত্তম আমাদের নবী
২. স্বয়ং স্রষ্টারও প্রিয়োত্তম আমাদের নবী
দুই জগতেরও কেন্দ্রোত্তম আমাদের নবী
৩. শেষ সভারও দিন, হবে তাঁর দুত্যিতে রঙিন
আদি জ্যোতিরও প্রকাশোত্তম আমাদের নবী।
৪. খোদারও আরশে, যে সভার মধ্য আবাসে
এমন রাজন মহত্তম আমাদের নবী।
৫. সভায় যাঁর আগমন, করে সব মশাল প্রজ্বলন
সেই বিভারও আরম্ভোত্তম আমাদের নবী।
৬. যাঁর স্নাত চরণ বারি স্বর্গ অমৃত সমান
সেই পুরুষও প্রাণোত্তম আমাদের নবী।
৭. আরশ ও কুরসিরও আনন, ছিল শূন্য দর্পণ
দানিল তাঁরে রূপ যথেষ্ঠোত্তম আমাদের নবী।
৮. সৃষ্টিরও মাঝার শ্রেষ্ঠ আকার রাসূলগণ
আর সব রাসূলেরও সর্বোত্তম আমাদের নবী।
৯. সৌন্দর্য শুচিও ন্যায় যাঁর সুষমার শপথ
সেই প্রেমাস্পদ লাবণ্যোত্তম আমাদের নবী।
১০. প্রার্থণাও সব হয় বর্জন, যৎবধি না হয় তাঁহার স্মরণ
এমনি যিনি সর্বোবিদিত তিনি রূপোত্তম আমাদের নবী।
১১. কাওসার ও সালসাবিল ঝর্ণা, যাঁর দু’টি বিন্দু করুণা
সে করুণার মোহনার মহাসিন্ধু রকম আমাদের নবী।
১২. সৃষ্টিতে সবার তরে খোদা যেমন একক
তেমনি স্বর্গে ও মর্ত্যে একোত্তম তোমাদের আমাদের নবী।
১৩. যুগ মহাকালে ঘূর্ণি তলে হয়েছে রাসূলেরা বিগত-আগত
বর্ষার কালনীতে স্থায়ী চাঁদনীতে শোভিতম আমাদের নবী।
১৪. কে আছে দাতা ? দেওয়ার মতো যোগ্যতা তো চাই
প্রকৃত দাতা দানোত্তম আমাদের নবী।
১৫.কে জানে কত নক্ষত্র এলো, আর ডুবে গেল
চির ভাস্মর রবি উজ্জ্বলোত্তম আমাদের নবী।
১৬. সব আম্বিয়া রাজ, হলেন জগৎ শিরতাজ
আর সব আম্বিয়ারও রাজোত্তম আমাদের নবী।
১৭. লা-মাকান অবধি, তাঁর দ্যুতিরও চমক রুধি
প্রত্যেক পরতে দাতা চমকোত্তম আমাদের নবী।
১৮. তাবৎ মঙ্গল এর মঙ্গল, যাকে বলে সকল
সেই মঙ্গলেও মঙ্গলোত্তম আমাদের নবী।
১৯. সর্ব সমুচ্চ হতে উচ্চ যা উর্ধেরও উর্ধে
ঐ উর্ধেরও উর্ধোত্তম আমাদের নবী।
২০. আম্বিয়া তরে করি নিবেদন, ওহে স্বামীগণ
সেই নবী কি তোমাদেরও নবীপরম যে আমাদের নবী।
২১. করেছে খণ্ডন চন্দ্র আঙন যে জন
একাত্ববাদের সে নিদর্শনোত্তম আমাদের নবী।
২২. সব দিশারিরা এসেছে আলোর মাঝার
আর অন্ধ হৃদেও প্রতিফলিত্তোম আমাদের নবী।
২৩. মৃত হৃদয়ধ্বনি, যে করিলো দানিলো সঞ্জীবণী
সেই প্রাণও ত্রাতা পরম আমাদের নবী।
২৪. দুঃস্থের নিঃস্বের তরে সংবাদ দানিছে রেযা
সহায়হীনের সহায়োত্তম আমাদের নবী।
*** গদ্যানুবাদ- মুহাম্মাদ রুবায়েদ অভি।
*** কাব্যানুবাদ- মাহদী আল গালিব।