হযরত
 আবু হোরায়রা (রা) নবী করীম (স) কর্তৃক বর্ণনা করেছেন। তিনি বলেছেন, 
আল্লাহ তায়ালা বলেন, কেয়ামতের দিন আমি তিন ব্যক্তির বিপক্ষে আবেদনকারী 
হব। যে ব্যক্তি আমার নামে অঙ্গীকার করে তা ভঙ্গ করল, যে ব্যক্তি কোন আযাদ 
বা স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে তার মূল্য ভোগ করল, আর যে ব্যক্তি কোন 
শ্রমিককে কাজে নিযুক্ত করে তার কাছ হতে পুরোপুরি কাজ অর্জন করল, কিন্তু 
মজুরী পরিশোধ করল না। 
[প্রতিশ্রুতি ভঙ্গ করা হারাম অধ্যায় ::
রিয়াযুস স্বা-লিহীন :: বই ১৮ :: হাদিস ১৫৮৭]
[প্রতিশ্রুতি ভঙ্গ করা হারাম অধ্যায় ::
রিয়াযুস স্বা-লিহীন :: বই ১৮ :: হাদিস ১৫৮৭]