। তাঁরা তোমার কাছে আসবে পায়ে হেঁটে ও
ধাবমান উঠের পিঠে চড়ে; আসবে দূরদুরান্তের পথ অতিক্রম করে। যাতে তারা তাদের
কল্যাণের স্থান পর্যন্ত পৌছে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ
করে ও তাঁর দেয়া চতুস্পদ জন্তু যবেহ করে। অতঃপর তোমরা তা থেকে আহার করো
এবং দুঃস্থ-অভাবগ্রস্থকে আহার করাও। এরপর তারা যেনো দৈহিক ময়লা দূর করে
দেয়, তাদের মানত পূর্ণ করে এবং এই সুসংরক্ষিত গৃহের তাওয়াফ করে।
[আল কোরআন: সুরা হজ্জ, আয়াত ২৭-২৯]
[আল কোরআন: সুরা হজ্জ, আয়াত ২৭-২৯]