NOTICE:- ------------------ ----------------- ---------------------------

হযরত খাজা মঈনুদ্দীন চিশতী রহঃ কে হত্যা করতে

=> হযরত খাজা মঈনুদ্দীন চিশতী রহঃ কে হত্যা করতে এসে যাদুকর অজয়পালের ইসলাম গ্রহণঃ
=> রাজা পৃথ্বীরায়ের নির্দেশে যাদুকর অজয়পাল খাজা গরীব নওয়াযের আস্তানার অদূরে অপর প্রান্ত থেকে খাজা গরীব নওয়াযের বিরুদ্ধে যাদুর প্রভাব বিস্তার করলে তা তাঁর বেলায়তী দৃষ্টিতে স্পষ্ট হয় ।
তিনি আয়াতুল কুরসী পড়তে পড়তে নিজেদের চতুর্পাশে বৃত্তের মতো করে একটি রেখা টেনে ঐ
বৃত্ত রেখার ভেতরে অবস্থান নিলেন ।
এদিকে অজয়পালের যাদুর প্রভাবে বিশাল আকৃতির সাপ দ্রুত এগিয়ে এসেও বারবার খাজা বাবার টেনে দেয়া রেখা পর্যন্ত এসে রুখে গেলো এবং মাথা আছড়াতে আছড়াতে যমীনে ছোবল মারতে লাগলো । কিছুতেই সাপটি বৃত্তের ভেতরে ঢুকতে পারলনা । তারপর খাজা বাবা 'ইসমে আযম' পড়ে সাপটির দিকে ফুঁ দিলে সাপটি অদৃশ্য হয়ে যায় ।
তারপর অজয়পাল খাজা গরীব নওয়াযের দিকে অগ্নিবাণ নিক্ষেপ করলে তাও রেখা বরাবর এসে নিভে গেলো । এরপর অজয়পাল বিশ মণ ওজনের একটি পাথর তার যাদুবলে খাজা গরীব নওয়াযের দিকে নিক্ষেপ করলো , কিন্তু পাথর খন্ডটিও রেখা বরাবর এসে ঘুরপাক খেতে লাগলো । তখন খাজা বাবা লাঠি দ্বারা পাথরটিকে আঘাতকরলেন ফলে তা নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায় ।
এবার অজয়পাল যাদুবলে আকাশে উড়ে খাজা বাবার দিকে যাদুর প্রভাব বিস্তার করতে চাইলো । কিন্তু খাজা গরীব নওয়ায তাঁর পাদুকা শরীফ অজয়পালের দিকে ছুঁড়ে মারলে তা তাঁকে পেটাতে আরম্ভ করল ।
এভাবে অজয়পাল বারবার পরাস্ত হয়ে খাজা গরীব নওয়াযের কাছে ক্ষমা চেয়ে ইসলাম ধর্ম গ্রহণের
মনস্থির করলে খাজা গরীব নওয়ায আজয়পালকে ক্ষমা করে দিয়ে তাকে ইসলাম ধর্মে দীক্ষীত করলেন । সুবহানাল্লাহ !
এসে যাদুকর অজয়পালের ইসলাম গ্রহণঃ
  রাজা পৃথ্বীরায়ের নির্দেশে যাদুকর অজয়পাল খাজা গরীব নওয়াযের আস্তানার অদূরে অপর প্রান্ত থেকে খাজা গরীব নওয়াযের বিরুদ্ধে যাদুর প্রভাব বিস্তার করলে তা তাঁর বেলায়তী দৃষ্টিতে স্পষ্ট হয় ।
তিনি আয়াতুল কুরসী পড়তে পড়তে নিজেদের চতুর্পাশে বৃত্তের মতো করে একটি রেখা টেনে ঐ
বৃত্ত রেখার ভেতরে অবস্থান নিলেন ।
এদিকে অজয়পালের যাদুর প্রভাবে বিশাল আকৃতির সাপ দ্রুত এগিয়ে এসেও বারবার খাজা বাবার টেনে দেয়া রেখা পর্যন্ত এসে রুখে গেলো এবং মাথা আছড়াতে আছড়াতে যমীনে ছোবল মারতে লাগলো । কিছুতেই সাপটি বৃত্তের ভেতরে ঢুকতে পারলনা । তারপর খাজা বাবা 'ইসমে আযম' পড়ে সাপটির দিকে ফুঁ দিলে সাপটি অদৃশ্য হয়ে যায় ।
তারপর অজয়পাল খাজা গরীব নওয়াযের দিকে অগ্নিবাণ নিক্ষেপ করলে তাও রেখা বরাবর এসে নিভে গেলো । এরপর অজয়পাল বিশ মণ ওজনের একটি পাথর তার যাদুবলে খাজা গরীব নওয়াযের দিকে নিক্ষেপ করলো , কিন্তু পাথর খন্ডটিও রেখা বরাবর এসে ঘুরপাক খেতে লাগলো । তখন খাজা বাবা লাঠি দ্বারা পাথরটিকে আঘাতকরলেন ফলে তা নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায় ।
এবার অজয়পাল যাদুবলে আকাশে উড়ে খাজা বাবার দিকে যাদুর প্রভাব বিস্তার করতে চাইলো । কিন্তু খাজা গরীব নওয়ায তাঁর পাদুকা শরীফ অজয়পালের দিকে ছুঁড়ে মারলে তা তাঁকে পেটাতে আরম্ভ করল ।
এভাবে অজয়পাল বারবার পরাস্ত হয়ে খাজা গরীব নওয়াযের কাছে ক্ষমা চেয়ে ইসলাম ধর্ম গ্রহণের
মনস্থির করলে খাজা গরীব নওয়ায আজয়পালকে ক্ষমা করে দিয়ে তাকে ইসলাম ধর্মে দীক্ষীত করলেন । সুবহানাল্লাহ !