NOTICE:- ------------------ ----------------- ---------------------------

যরত হুজাইফা রা. থেকে বর্ণিত

হযরত হুজাইফা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, ঐ সত্তার কসম যার কুদরতী হাতে আমার প্রাণ, তোমরা সৎকর্মের আদেশ করতে থাকো এবং অন্যায় কর্মের বাধা দিতে থাকো। অন্যথায় খুব শীঘ্রই হয়তো আল্লাহ্‌ তা'আলা তোমাদের উপর আযাব নাযিল করবেন। তখন তোমরা আল্লাহ্‌ তা'আলার দরবারে আযাব হটিয়ে দেওয়ার জন্য দু'আ করবে। কিন্তু তিনি কবুল করবেন না।
[তিরমিযী] 

হে আল্লাহ আমাদের সবাইকে সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে বাধা দেয়ার তৌফিক দান করুন, আমীন। 

# শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন #
 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, ঐ সত্তার কসম যার কুদরতী হাতে আমার প্রাণ, তোমরা সৎকর্মের আদেশ করতে থাকো এবং অন্যায় কর্মের বাধা দিতে থাকো। অন্যথায় খুব শীঘ্রই হয়তো আল্লাহ্‌ তা'আলা তোমাদের উপর আযাব নাযিল করবেন। তখন তোমরা আল্লাহ্‌ তা'আলার দরবারে আযাব হটিয়ে দেওয়ার জন্য দু'আ করবে। কিন্তু তিনি কবুল করবেন না।
[তিরমিযী]
হে আল্লাহ আমাদের সবাইকে সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে বাধা দেয়ার তৌফিক দান করুন, আমীন।