আজ ১০টি পেশ করা হলো। তৃতীয় খন্ড)"
২১) জান্নাতের ১০০ টি স্তর আছে, দুসতরের মধ্যে
ব্যবধান শত বছরের।
(তিরমিজী-আবু হুরায়রা (রাঃ)।
২২) জান্নাতের ১০০ টি স্তরের যে কোন এক স্তরে
সারা বিশ্বের সকল লোক একত্রিত হলেও তা
যতেষ্ট হবে। (তিরমিজী- আবু সাঈদ (রাঃ)।
২৩) জান্নাতের উচ্চ বিছানা (সুরুরুম মারফুআ)
আসমান জমীনের মধ্যবর্তী ব্যবধানের
পরিমাণ-৫০০ শত বছরের পথ।
(তিরমিজী-আবু সাঈদ (রাঃ)।
২৪) জান্নাত প্রত্যেক ব্যক্তিকে ১০০ পুরুষের শক্তি
দান করা হবে। (তিরমিজী - আবু হুরায়রা (রাঃ)।
২৫) জান্নাতবাসীগণ কেশবিহীন দাড়িবিহীন হবে।
তাদের চোখ সুরমায়িত হবে।
(তিরনিজী - আবু হুরায়রা (রাঃ)।
২৬) জান্নাতবাসীগণ ৩০ বা ৩৩ বছর বয়সীর মতো
জান্নাতে প্রবেশ করবে।
(তিরমিজী, ময়জা ইবনে জাবাল (রাঃ)।
২৭) জান্নাতে অবস্থিত কাওসার এর পানি দুধ
অপেক্ষা অধিক সাদা এবং মধুর চেয়েও
মিষ্টি হবে। (তিরমিজী- আসান (রাঃ)।
২৮) জান্নাতবাসী উট ও ঘোড়া চাইলে দুটোই পাবে
এবং তা ইচ্ছেমতো দ্রুত উড়িয়ে নিয়ে যাবে।
তাতে তুমি সে সব জিনিস পাবে যা কিছু তোমার
মন চাইবে এবং তোমার নয়ন জুড়াবে।
(তিরমিজী - আবু বুরাইদা (রাঃ)।
২৯) জান্নাতবাসীদের ১২০ কাতার হবে। তার মধ্যে
৮০ কাতার হবে এ উম্মতের। অবশিষ্ট ৪০ কাতার
হে অন্যান্য উম্মতের। (তিরমিজী - বুরাইদা (রাঃ)।
৩০) জান্নাতে একটি বাজার আছে সেখানে ক্রয়-
বিক্রয় নেই। সেখানে নারী-পুরুষের আকৃতিসমূহ
থাকবে। সুতরাং যখনই কেউ কোন আকৃতিকে
পছন্দ করবে তখন সে আকৃতিতে রূপান্তরিত
হবে। (তিরমিজী - আলী (রাঃ)।
চলবে.........