NOTICE:- ------------------ ----------------- ---------------------------

হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিজেদের মত মানুষ দাবি করে। নাউযুবিল্লাহ !!


তাদের একমাত্র দলীল হচ্ছে একটি আয়াত শরীফ -
قل انما انا بشر مثلكم
অর্থ: হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি বলুন ! আমি তোমাদের মেছাল বাশার/মানুষ ।
এই উক্তি দিয়ে ওহাবীরা হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিজেদের মত মানুষ সাব্যস্ত করতে চায়।
এখন আমার প্রশ্ন হচ্ছে কুরআন শরীফে অন্যান্য কিছু আয়াত শরীফ আছে তার শাব্দিক অর্থ গুলা হচ্ছে--
(১) আদম আলাইহিস সালাম বলেছেন--
ربنا ظلمنا انفسنل
অর্থ: হে আমার রব! আমি নিজের প্রতি জুলুম করেছি।
(২) হযরত ইউনূছ আলাইহিস সালাম বলেন--
اني كنت من الظالمين
অর্থ: নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি।
এখন ওহাবীদের কাছে আমার প্রশ্ন হচ্ছে,
তোমরা কি এটা বলতে পারবে যে, আদম আলাইহিস সালাম জালিম ছিলেন ??
তোমরা কি একথা বলতে পারবে যে, হযরত ইউনুছ আলাইহিস সালাম তিনি জালিম দের অন্তর্ভুক্ত ছিলেন ??
যদি শাব্দিক অর্থের জন্য এমন কথা বলতে না পারো, তবে কোন সহাসে হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিজেদের মত মানুষ বলো ????