NOTICE:- ------------------ ----------------- ---------------------------

♣ নবীজীর ইশারায় বৃষ্টি বর্ষণ ♣


. . . . . . . . . . . . . . . . . . . . . .
' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' '
→ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ হাজার উট ও ত্রিশ
হাজার সৈন্য নিয়ে যখন তাবুকের
পথে রওনা হলেন- তখন কতিপয় অলৌকিক মো'জেযা প্রদর্শন করেনঃ-
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা তাবুকের যাত্রায় তিনটি কষ্টে পতিত হয়েছিলাম।
(ক) পানির কষ্ট
(খ) খাদ্যে কষ্ট
(গ) গরমের কষ্ট।
এই তিন কষ্টের কারনে আমাদের এই
সফরকে 'কষ্টের সফর বলা হতো। পানির
অভাবে আমরা এতই কাতর ও কাহিল
হয়ে পড়েছিলাম যে,মনে হচ্ছিল আমাদের
প্রান এখনই বের হয়ে যাবে। আমাদের
মধ্যে কেউ কেউ যানবাহন হিসেবে ব্যবহৃত
নিজেদের উট যবেহ করে তার পানির
থলে বের করে ঐ পানিটুকু পান
করে পিপাসা নিবৃত করতো। কেউ কেউ
উটের কলিজা বের করে চিবিয়ে তা পান
করতো। হযরত আবু বকর সিদ্দিক
(রাদিয়াল্লাহু আনহু নবী করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -
এর খেদমতে আরয করলেন-ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনি আমাদের পানির জন্য আল্লাহর
কাছে প্রার্থনা করুন।নবী করিম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন, "
তুমি কি এটাই ভাল মনে করো? " আবু বকর বললেন- হাঁ।নবী করিম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে দু'হাত তুলে কি যেন বললেন।
হাত নামানোর পুর্বেই আকাশ গর্জন
করে উঠলো এবং বর্ষণ শুরু হয়ে গেলো।
সাহাবীগণ যার যার পাত্র পানিতে পূর্ণ
করে নিলেন। আমাদের (সাহাবীগণের) প্রয়জন শেষ হলো- বর্ষণও বন্ধ
হয়ে গেলো।{সূত্রঃ বেদায়া নেহায়া}

------M.S.I.P.------