NOTICE:- ------------------ ----------------- ---------------------------

বাহিরে বের হওয়ার সময় মহিলাদের সুগন্ধি ব্যবহার করা জায়িয নেই। যদি কেউ ব্যবহার করে তবে সে ব্যভিচারিনী হবে


এ প্রসঙ্গে হাদীস শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
عن ابي موسي رضي الله عنه عن النبي صلي الله عليه و سلم انه قال كل عين زانية والمرأة اذا استعطرت فمرت بالمجلس فهي كذا و كذا " يعتي زانية
অর্থ: হযরত আবু মুসা রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্নিত। হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেছেন, প্রত্যেক চোখ ব্যভিচারী, যখন মহিলা আতর, সুগন্ধি মেখে পুরুষদের কোন মজলিসের পাশ দিয়ে গমন করে তখন সে এরূপ এরূপ !!" অর্থাৎ ব্যভিচারীনি।"
দলীল-
√ তিরমিযী শরীফ।
√ আবু দাউদ শরীফ।
√ নাসায়ী শরীফ।
√ ইবনে মাজাহ শরীফ।
√ তাফসীরে ইবনে কাছীর ৩য় খন্ড ৪৫৭ পৃষ্ঠা।
এ হাদীস শরীফ থেকে বুঝা গেল যে সকল মহিলারা সুগন্ধি লাগিয়ে বাহিরে ঘোরা ফেরা করে তারা প্রতিনিয়ত ব্যভিচারের বা জিনার গুনাহয় গুনাগার হচ্ছে।
তাই সকল বোনদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, এখনি সতর্ক হোন। এই ভয়াবহ গুনাহ থেকে নিজেকে হিফাজত করুন।