আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁ রহঃ ফতোয়া—
“পীর কিংবা পীরের মাযারকে সাজদা করা অবশ্যই শুধু না জায়েয ও অবৈধ নয়, বরং হারাম ও অশ্লীল পর্যায়ের কবীরাহ গুনাহ ।”
[আয যুবদাতুয যাকিয়্যাহ ৭ পৃষ্ঠা]
আল্লামা গাজী শেরে বাংলা রহঃ এর ফতোয়া—
“এ যুগ যেহেতু ফিৎনায় ভর্তি হয়ে গেছে, সেহেতু সাজদা-ই তাহিয়্যাহ বা তা'যীমী সাজদাকে হালাল বলে ফতোয়া দেওয়া ভূল হবে ।”
[দিওয়ানে আযীয ১৭০ পৃষ্ঠা কৃত আল্লামা আযীযুল হল শেরে বাংলা রহঃ]
আমাদের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের দুই শীর্ষ স্থানীয় আলেম এবং ইমামের ফতোয়ায় যতেষ্ট।