NOTICE:- ------------------ ----------------- ---------------------------

পবিত্র মেরাজ শরীফের ভেদতত্ত্ব- ৫

পবিত্র মেরাজ শরীফের ভেদতত্ত্ব- ৫
মিরাজ শরীফে বড়পীর গাউসে পাক-(পার্ট-২)
সৃষ্টির শেষ সীমানা সিদরাতুল মোনতাহা আল্লাহর দূত জিবরাইল বলে ইয়া রাসূল-আল্লাহ
আর চুল পরিমাণ যাওয়া সম্ভব নয়।
যদি যাই আল্লাহর নূরে জ্বলে পুড়ে খার-সার হয়ে যাব এখন শুধু আপনারই শান ইয়া রাসূল-আল্লাহ ।
সকল দুত ও বোরাক এর ভ্রমণ মুনতাহায় হলো শেষ লা মাকানে এখন শুধু রাসূল আল্লাহ একাই চলন্ত ।
রাসুল আল্লাহ চিন্তা করে ভেদ পরিচয় গোপন রাখে রফরফ সওয়ারী আসছে ধেয়ে আহমদ মোস্তফার কদম তলে আহমদ মোস্তফাকে নিয়ে সওয়ারী চলল আল্লাহর কাছে ।
আহমদ মোস্তফা চিন্তা করে সৃষ্টি যেথায় না আসতে পারে
রফরফ সওয়ারী আসলো কিভাবে ?
জিজ্ঞাসা করে রাসূল আল্লাহ কে তুমি হে সওয়ারী ওয়ালা সওয়ারী বলে ইয়া রাসূল-আল্লাহ
আমি আপনার আহলে বাইত গাউসে খোদা ।
পাঠিয়েছেন আল্লাহ তায়ালা
আপনার নূরে আমিও নূরতাজেল্লা ।
রাসূলুল্লাহ হেসে বলে হে আমার সন্তান আব্দুল কাদের !
মারফতের গোপন ভেদ রয়েছে অতি গোপন আদব ও মহব্বতের কারণে সবকুটু দিলাম তোমাকে।
নূরেতে নূর উজ্বালা সকল দিকেই নূরের খেলা আহমদ সাল্লে আলা মীমের পর্দা উঠাইয়া আহাদ রুপ ধারণ করিয়া লা-মাকানে খেলে নূরের খেলা ।
খোদার নূর খোদার সাথে মিলন হলো আরশে আজিমে
ভেদ পরিচয় গোপন রেখে কালামুল্লাহ নিয়ে আসে
মোহাম্মদ সাল্লে আলা ভেদের কথা কয় না যথা-তথা ।
আহমদী রুপে হাদী ত্রিভূবন হয় উজ্বালা
আশেক হলে বুঝতে পারবে রাসূল আল্লাহর মূল ঠিকানা ।
রাসূল আল্লাহর আসল পরিচয়(হাকিকত) মিরাজে হলো প্রকাশ
বে-রসিকেরা না বুঝে বলে শুধু আবোল-তাবোল কথা।