NOTICE:- ------------------ ----------------- ---------------------------

আবূ সাঈদ (রাঃ) ও আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত,

আবূ সাঈদ (রাঃ) ও আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, '' মুসলিমকে যে কোন ক্লান্তি, অসুখ, চিন্তা, শোক এমন কি (তার পায়ে) কাঁটাও লাগে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার
গোনাহসমূহ ক্ষমা করে দেন।"
[বুখারী ৫৬৪২, মুসলিম ২৫৭৩,]
কাজেই কষ্টের মধ্যেও কি তাহলে বলা উচিত না ? - আলহামদুলিল্লাহ !