এ প্রশ্ন শুনে সাহাবীগণ কোন উত্তর দিলেন না। এ সময় হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হযরত ফাতিমাতুজ জাহারা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, “মহিলাদের জন্য সর্বোত্তম আমল কোনটি”।
উত্তরে হযরত ফাতিমাতুজ জাহারা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা বললেন: “মহিলাদের সবচেয়ে উত্তম আমল হচ্ছে, একজন মহিলাকে কোন পুরুষ দেখবে না এবং ঐ মহিলা কোন পুরুষকে দেখবে না”।
এ জবাব নিয়ে হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকের কাছে গিয়ে বললেন।
উত্তর শুনে অধিক সন্তুষ্ট হযে নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন: “আপনি কার কাছ থেকে এ সঠিক উত্তরটি জানলেন?”
উত্তরে হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বললেন, “ হযরত ফাতিমাতুজ জাহারা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহার কাজ থেকে”
এ কথা শুনে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সা্ল্লা্ম বললেন: “নিশ্চয়ই ফাতিমাতুজ জাহারা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা হচ্ছেন আমার শরীরেরই্ একটি অংশ” (সুবহানাল্লাহ)।
আজকে হিজরী সন মোতাবেক ২০ জুমাদাল উখরা, এ দিনে পৃথিবীতে আগমন করেন নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদরের তনয়া হযরত ফাতিমাতুজ জাহরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। (সুবহানাল্লাহ)।
হযরত মা ফাতিমা রাদ্বিয়াল্লাহু আনহা এর জীবনী বিষয়ক একটি চমৎকার গ্রন্থ "নবী নন্দিনী"।
ডাউনলোড লিঙ্ক:
http://www.mediafire.com/