NOTICE:- ------------------ ----------------- ---------------------------

দু;শত বৎসর যাবৎ আল্লাহর নাফরমানীই করেছে।

নী ইস্রাইলের এক ব্যক্তি অত্যন্ত পাপী ছিলো। সে দু;শত বৎসর যাবৎ আল্লাহর নাফরমানীই করেছে। মৃত্যুর পর তাকে আবর্জনা ফেলিত স্থানে নিক্ষেপ করা হয়।
তখন মুসা (আ: ) এর প্রতি ওহী এল যে, লোকটিকে ওখান থেকে তুলে আনুন এবং তার জানাজার নামাজ পড়ে তাকে দাফন করুন।
হজরত মুসা (আ: ) আরজ করলেন, হে আল্লাহ, এ লোকটিতো দু'শত বৎসর যাবৎ তোমারই নফরমানী করছিলো।
ইরশাদ হল- এটা সত্য। কিন্তু যখন সে তাওরাত শরীফ খুলত এবং আমার হাবীব (স: ) এর নাম দেখত, তখন সেটা চুম্বন করে চোখের উপর রাখত এবং তাঁর উপর দরুদ শরীফ পাঠ করত। আমি এজন্যই তাকে ক্ষমা করে দিয়েছি এবং তাঁর জন্য সত্তর জন হুর স্ত্রী স্বরূপ তাকে দান করেছি।
(সুবহানাল্লাহ)
সীরাতে হালাবিয়া ১খ: ৮০ পৃ, যিক-র-ই-জা-মীল ৩৫৪ পৃ: