NOTICE:- ------------------ ----------------- ---------------------------

কুদরতী নিরাপত্তা...... কষ্ট করে পড়ুন.............



হযরত আবু নঈম (রহঃ) মু'তামার ইবনে সোলাইমান এর সূত্রে তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে,বনী মাখযুমের জনৈক ব্যাক্তি রাসূলের প্রতি নিক্ষেপ করার উদ্দেশ্যে হাতে পাথর নিয়ে নবীর (দ.) দিকে অগ্রসর হল।সে যখন তাঁর নিকটে গেল তখন তিঁনি নামাযে সিজদারত অবস্থায় ছিলেন।সে পাথর নিক্ষেপের জন্য হাত উত্তোলন করলে পাথর হাতের সাথে জমাট বেঁধে গেল।শত চেষ্টা করেও পাথর ছুড়ে মারতে সক্ষম হলনা।

অতঃপর ব্যর্থ হয়ে সঙ্গীদের নিকট চলে আসলে তারা বলল,তুমি তো ঐ ব্যাক্তির সাথে মোকাবেলায় কাপুরুষতার পরিচয় দিয়েছ।সে বলল,আমি কাপুরুষ নই বরং পাথর আমার হাতেই আছে কিন্তু ছুড়ে মারতে পারিনি।এতে তারা অবাক হয়ে গেল এবং তারা দেখল যে,পাথর তার হাতের আঙ্গুলের সাথে জমাট বেধে গেল।অতঃপর তারা তার আঙ্গুল চিকিত্‍সা(অপারেশন) করায়ে তাকে এ অবস্থা থেকে পরিত্রান করল এটা তার অসত্‍ উদ্দেশ্যের কারণে কুদরতের পক্ষ থেকে হয়েছে।