NOTICE:- ------------------ ----------------- ---------------------------

হযরত হুসাইন (র:) এর বুদ্ধিমত্তা:


হুসাইন (রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু) ছোট ছিলেন ৷ তখন একদিন তাঁর নানা, নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে নিয়ে খেলছিলেন ৷ এক সময় নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হুসাইনকে জিজ্ঞাস করলেন, বলতো কে বড় তুমি না আমি ?
হুসাইন (রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু) বলেন, নানাজী আমি আপনার চেয়ে বড় ৷ নবীজী বললেন, কিভাবে ?
হুসাইন (রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু) বললেন- নানা বলুনতো আপনার পিতার নাম কি ? তিনি বললেন আব্দুল্লাহ৷, হুসাইন (রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু) বললেন আব্দুল্লাহ, তিনিতো সাধারন একজন লোক৷ অথচ আমার আব্বা হলেন আসাদিল্লাহিল গালিব ৷ অর্থাৎ সকল কাফিরদের বিরুদ্ধে বিজয়ী বীর আল্লাহর সিংহ ৷
নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার কথা শুনে আশ্চর্য হলেন,
হুসাইন (রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু) এরপর বললেন,
নানাজী ! এবার বলুনতো আপনার মায়ের নাম কি?
তিনি বললেন আমিনা ৷ হুসাইন (রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু) আমার মা হচ্ছেন, জান্নাতী নারীদের সর্দার, ফাতিমাতুজ্জাহরা (রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু) আমার মায়ের মতো মা কি আপনি পেয়েছেন ?
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার কথা শুনে আশ্চার্যান্বিত হয়ে তার দিকে তাকিয়ে রইলেন ৷
হুসাইন (রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু) এরপর বলেন, নানাজী আরো বলবো কি ?
নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন হ্যাঁ হ্যাঁ বলো ৷
হুসাইন (রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু) বললেন, নানাজী এবার বলুনতো আপনার নানার নাম কি ?
নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আমার নানার নাম আব্দুল ওয়াহাব ৷
হুসাইন (রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু) বললেন, আব্দুল ওয়াহাব নামের ব্যক্তিকে কয়জনে চিনে ?
আমার নানা কে আপনি জানেন ?
আমার নানাকে পৃথিবীর সবাই চিনে ৷
আমার নানা হচ্ছেন, সায়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী হযরত মোহাম্মদ মুস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ৷
আপনি কি পেয়েছেন আমার নানার
মতো নানা ?
নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হুসাইন (রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু) এর বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে তাকে আদর করতে লাগলেন৷