NOTICE:- ------------------ ----------------- ---------------------------

••রাসূল (দ.) কবরে জীবিত••


• কিছু ওহাবী বলে রাসূল (দ.) নাকি মাটির সাথে মিশে গেছে (নাউযুবিল্লাহ্) ।আশা করি তারা যদি এই পোস্টটা পড়ে তাহলে তাদের ভুল আক্বিদাটা ভেঙ্গে যাবে ও মনে প্রানে তাওবা করে সঠিক আক্বিদা ধারণ করবে ।
• ইমাম ইস্পাহানী (রহ.) অত্ তারগীব গ্রন্থে হযরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণনা করেন ,তিনি বলেন রাসূল (দ.) এরশাদ করেন-যে ব্যক্তি আমার কবরের পাশে দাড়িয়ে আমার উপর দরূদ পাঠ করে আমি তার দরূদ শুনি ,আর যে ব্যক্তি দূর থেকে আমার আমার উপর দরূদ পাঠ করে তা আমার কাছে পাঠানো হয় (সুবহানাল্লাহ্) ।এ হাদীস দ্বারা বুঝা যায় রাসূল (দ.) কবরে জীবিত ছিল আছে এবং থাকবে ।
‪#‎তথ্যসূত্রঃ‬
____________
১.আল্লামা জালাল উদ্দীন সূয়ূতী (রহ.) কৃত-ইমাম সূয়ূতী ,পৃষ্ঠ-৪৮৯ ।
২.আল্লামা উসমান গনি (মুঃজিঃআঃ) কৃত-বিষয় ভিত্তিক মু'যিযাতুর রাসূল ,পৃষ্ঠা-১৪৪ ।