NOTICE:- ------------------ ----------------- ---------------------------

হে অবিশ্বাসীরা ! কোরআনের একটি সূরা তৈরি করে দেখাও

Photo: $$ হে অবিশ্বাসীরা ! কোরআনের একটি সূরা তৈরি করে দেখাও $$

মহান আল্লাহ তায়ালা এরশাদ করেন,

“এবং যদি তোমাদের কোন সন্দেহ হয় তাতে (এই কুরআনে), যা আমি স্বীয় (এ- খাস) বান্দার উপর নাযিল করেছি, তবে এর অনুরূপ একটা সূরা তো নিয়ে এসো এবং আল্লাহ ব্যতীত নিজেদের সকল সহায়তাকারীকে আহ্বান করো (সাহায্যের জন্য), যদি তোমরা সত্যবাদী হও ।”

“অতঃপর যদি আনয়ন করতে না পারো, আর আমি চ্যালেঞ্জ করছি যে, কখনো আনতে পারবে না, তবে ভয় করো ঐ আগুনকে, যার ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর, (যা) তৈরি রাখা হয়েছে কাফিরদের জন্য ।”

[সূরা বাক্বারা- আয়াত ২৩-২৪, পারা-১; অনুবাদঃ কানযূল ইমান ১৩ পৃষ্ঠা]

a.u.n
মহান আল্লাহ তায়ালা এরশাদ করেন,

“এবং যদি তোমাদের কোন সন্দেহ হয় তাতে (এই কুরআনে), যা আমি স্বীয় (এ- খাস) বান্দার উপর নাযিল করেছি, তবে এর অনুরূপ একটা সূরা তো নিয়ে এসো এবং আল্লাহ ব্যতীত নিজেদের সকল সহায়তাকারীকে আহ্বান করো (সাহায্যের জন্য), যদি তোমরা সত্যবাদী হও ।”

“অতঃপর যদি আনয়ন করতে না পারো, আর আমি চ্যালেঞ্জ করছি যে, কখনো আনতে পারবে না, তবে ভয় করো ঐ আগুনকে, যার ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর, (যা) তৈরি রাখা হয়েছে কাফিরদের জন্য ।”

[সূরা বাক্বারা- আয়াত ২৩-২৪, পারা-১; অনুবাদঃ কানযূল ইমান ১৩ পৃষ্ঠা]

a.u.n