হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্যতমা এবং হযরত আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মূল, দুনিয়া ও আখিরাতের সর্বশ্রেষ্ঠ নারী, জান্নাতী মহিলা উনাদের সাইয়্যিদা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সবচেয়ে আদরের কন্যা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ, উনার কলিজা মুবারক উনার টুকরা মুবারক, নয়নের মণি এবং অন্যতমা মহিলা ছাহাবী হলেন উম্মু আবীহা, হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম তিনি। উনার বেমছাল ও ওয়ারাউল ওয়ারা ফযীলত মুবারক উনার অতি ক্ষুদ্র বর্ণনা হলো- সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “হযরত যাহরা আলাইহাস সালাম তিনি আমার গোশত মুবারক উনার একখানা টুকরা মুবারক। সুতরাং যে উনাকে ক্ষুব্ধ করলো সে আমাকে ক্ষুব্ধ করলো। যা উনাকে ব্যথিত করে, তা আমাকে ব্যথিত করে।” (বুখারী শরীফ ও মুসলিম শরীফ)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ মুবারক করেন, “হে হযরত ফাতিমা আলাইহাস সালাম! আপনি কী জান্নাতী নারীদের সাইয়্যিদা হলে আনন্দিত হবেন না?” সুবহানাল্লাহ! (বুখারী শরীফ ও মুসলিম শরীফ)
তিনি আরো ইরশাদ মুবারক করেন, “উম্মু আবীহা হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম তিনি হলেন সকল জান্নাতী নারী উনাদের সাইয়্যিদা।”
উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, “সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব হলেন হযরত যাহরা আলাইহাস সালাম।” (তিরমিযী শরীফ)
উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি উম্মু আবীহা হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম উনার ব্যাপারে বলেন, “হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম উনার চেয়ে সত্যবাদী উনার পিতা ব্যতীত আমি আর কাউকে দেখিনি।”
মূলত, উনার ফাযায়িল-ফযীলত বেমেছাল ওয়ারাউল ওয়ারা, যা সৃষ্টি জগতে কারো পক্ষে ব্যক্ত করা আদৌ সম্ভব নয়। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে উনার ফাযায়িল-ফযীলত বেশি বেশি আলোচনা মুবারক করার তাওফীক দান করুন। আমীন।
পোষ্ট লেখেছেনঃ Areefur Rahman
হযরত মা ফাতিমা রাদ্বিয়াল্লাহু আনহা এর জীবনী বিষয়ক একটি চমৎকার গ্রন্থ "নবী নন্দিনী"।
ডাউনলোড লিঙ্ক:
http://www.mediafire.com/view/my0od2qstj499d3/A_life_sketch_of_Hazrat_Fatema_Johora_%28Ra%29.pdf
মাত্র ৬৪০ কে.বি.
.
.