এক ব্যাক্তির দিনারের থলে হারিয়ে গিয়েছিল। সে ইমাম জাফর সাদেক রাঃ কে ধরে
বললো, আমার থলে আপনিই নিয়েছেন। ইমাম জাফর বললেন, আপনার থলেতে কত দিনার ছিল?
সে বললো এক হাজার দিনার। তিনি ওকে ঘরে নিয়ে গেলেন এবং এক হাজার দিনার দিয়ে
দিলেন। পরের দিন লোকটি সে হারানো থলেটি পেয়ে গেল । সে ইমাম জাফর সাদেক রাঃ
এর কাছে আসলেন এবং ক্ষমা প্রার্থনা করে দিনারগুলো ফেরত দিলেন। তিনি ফেরত
নিলেন না এবং বললেন, এ দিনার তোমার হয়ে
গেছে। আমি প্রদত্ত জিনিস ফেরত লইনা। পরে লোকদের কাছে জিজ্ঞেস করে জানতে
পারল যে ইনি ইমাম জাফর সাদেক রাঃ তখন লোকটি খুবই লজ্জিত হলো।
[তাজকিরাতুল আউলীয়া ১৭ পৃষ্ঠা]
আল্লাহ ওয়ালাগণ দুনিয়াকে একেবারে নগন্য মনে করেন। তারা দুনিয়ার প্রতি কোন আকর্ষণ পোষণ করেন না।
[তাজকিরাতুল আউলীয়া ১৭ পৃষ্ঠা]
আল্লাহ ওয়ালাগণ দুনিয়াকে একেবারে নগন্য মনে করেন। তারা দুনিয়ার প্রতি কোন আকর্ষণ পোষণ করেন না।