NOTICE:- ------------------ ----------------- ---------------------------

কুরআনে আল্লাহ চার রকমের তর্কের ব্যাপারে তাঁর অপছন্দ জানিয়েছেনঃ


১) জ্ঞান ছাড়া তর্ক করাঃ
শোন! ইতিপূর্বে তোমরা যে বিষয়ে কিছু জানতে, তাই নিয়ে বিবাদ করতে। এখন আবার যে বিষয়ে তোমরা কিছুই জান না, সে বিষয়ে কেন বিবাদ করছ? (৩:৬৬)...
২) সত্য স্পষ্ট হওয়ার পর তর্ক করাঃ
তারা তোমার সাথে বিবাদ করছিল সত্য ও ন্যায় বিষয়ে, তা প্রকাশিত হবার পর; তারা যেন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে দেখতে দেখতে। (৮:৬)
৩)বাতিল জিনিস নিয়ে তর্ক করাঃ
আমি রাসূলগনকে সুসংবাদ দাতা ও ভয় প্রদর্শন কারীরূপেই প্রেরণ করি এবং কাফেররাই মিথ্যা অবলম্বনে বিতর্ক করে, তা দ্বারা সত্যকে ব্যর্থ করে দেয়ার উদ্দেশে এবং তারা আমার নিদর্শনাবলীও যদ্বারা তাদেরকে ভয় প্রদর্শন করা হয়, সেগুলোকে ঠাট্টারূপে গ্রহণ করেছে। (১৮:৫৬)
৪) সুস্পষ্ট নিদর্শন দেখার পরও তর্ক করাঃ
কাফেররাই কেবল আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে। কাজেই নগরীসমূহে তাদের বিচরণ যেন আপনাকে বিভ্রান্তিতে না ফেলে। (৪০:৪)