ইমাম বায়হাকী ও আবু নঈম (রহঃ) ও হযরত আবদুল্লাহ ইবনে উনাইস (রাঃ) থেকে বর্ণনা করেন।তিনি বলেন,রাসূল (দ.) আমাকে ডেকে বললেন,আমি জানতে পারলাম যে,ইবনে নুবাইহ আমার সাথে যুদ্ধ করতে লোকদের একত্রিত করতেছে।সে এখন নাখলা অথবা রনা নামক স্থানে রয়েছে।তুমি গিয়ে তাকে হত্যা কর।
আমি আরজ করলাম,ইয়া রাসূলাল্লাহ!তার কোন চিহ্ন বা আলামত বলে দিন যাতে আমি তাকে চিনতে পারি।তিনি বললেন,তোমার আর তার মধ্যে আলামত হল সে তোমাকে দেখা মাত্র ভয়ে কাঁপতে থাকবে।তারপর আমি গিয়ে যখন তাকে দেখলাম তখন ঐ অবস্থায় তাকে পেলাম যা নবী করিম (দ.) বলেছিলেন।তার মধ্যে কম্পন সৃষ্টি হল।আমি তার সাথে কিছু দূর গেলাম।যেইমাত্র আমি সুযোগ পেলাম সাথে সাথে তরবারী দিয়ে আক্রমণ করে তাকে হত্যা করলাম।(আল খাসায়েসুল কুবরা,১ম খন্ড,পৃষ্ঠা-৩৯০)