NOTICE:- ------------------ ----------------- ---------------------------

নবী রাসুলের আলাইহিস সালাম দেহ মোবারক, মাটি স্পর্শ করতে পারে না



"হযরত আবু দারদা (রাঃ) থেকে বর্ণিত। রাসূল (দ:) ইরশাদ করেছেন- তোমরা জুমুআর দিন বেশি বেশি করে আমার উপর দুরুদ পড়। নিশ্চয় ফেরেস্তারা এর উপর স্বাক্ষ্যি থাকে। আর যখন কেউ আমার উপর দুরুদ পড়ে, তখনই তা আমার নিকট পেশ করা হয়। আবু দারদা (রাঃ) বলেন- আমি জিজ্ঞাসা করলাম- ইয়া রাসুলাল্লাহ (দ:) ইন্তেকালের পরেও কি তা পেশ করা হবে ? উত্তরে তিনি বললেন- হ্যাঁ!, কেননা আল্লাহ তায়ালা জমিনের জন্য, সকল নবী রাসুলের দেহ ভক্ষণ করা হারাম করে দিয়েছেন।"

[সুনানে ইবনে মাজাহ হাদীস নং-১৬৩৭, ১৬৩৬; সুনানুস সাগীর লিল বায়হাকী হাদীস নং-৪৬৯; আল মুজামুল আওসাত হাদীস নং-৪৭৮০; সুনানে দারেমী হাদীস নং-১৫৭২; মুসনাদুল বাজ্জার হাদীস নং-৩৪৮৫; মুসান্নাফে ইবনে আবী]

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শান ও মান সম্পর্কে জানতে কিছু কিতাব ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে
http://khasmujaddedia.wordpress.com/রাসূলের-মর্যাদা-